আপন আলো; শ্লোক - ১৯৩

জন্ম হোক যথা তথা
কর্ম হোক ভালো।
বিশ্ব তাকে চিনে নিবে
দেখে আপন আলো।

পাদটীকা: জন্ম পরিচয় কোনো মানুষের স্বরূপ নির্ণয়ের মাপকাঠি নয়। কে কেমন মানুষ তা ব্যক্তির কথা এবং কাজে প্রকাশ পায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

আপন আলো; শ্লোক - ১৯৩


অবিকারী; শ্লোক - ৭৯

নিজেকে আম দাবী করলেই
তেতুঁল হবে না আম।
যতই গাঢ় নীল রঙে ডুবাও
কাঁঠাল হবে না জাম।

পাদটীকা: লবণের গায়ে চিনি লিখে রাখলেই তা চিনিতে পরিনত হয় না, যদিও তা বাহ্যিক সাদৃশ্যে প্রায় একই রকম। প্রতিটি বস্তুর পরিচয় তার স্বতন্ত্র বৈশিষ্ঠ নির্ধারণ করে।

অবিকারী; শ্লোক - ৭৯ চিনি লবণ


অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

বিস্কুটের টুকরো চাইনা
আস্ত বিস্কুট চাই।
বাংলাদেশি হইতে চাইনা
বাঙালি রইতে চাই। 

 পাদটীকা: কোনো ভূখণ্ডকে ভাগ করা যায়, কিন্তু ভূখণ্ডের মানুষের পরিচয় এবং সত্তাকে ভাগ করা যায় না।  
আরিফুর রহমান, নরওয়ে।

অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

মিনি কাব্য - ২৭৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সময় বদলের সাথে সাথে
পরিচয় বদলে যায়।
নুন আনতে পান্তা ফুরাতো,
কোরমা পোলাও খায়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন