মানুষকে অতি প্রশ্রয় দিলে,
যদাচার করে, ওঠে ঘাড়ে।
যোগ্য অতি নমনীয় হলে,
অযোগ্য লোকের দাপট বাড়ে।
পাদটীকা: অতিরিক্ত সহনশীলতা ও প্রশ্রয়ের নেতিবাচক পরিণতি হতে পারে। যখন কাউকে মাত্রাতিরিক্ত প্রশ্রয় দেওয়া হয়, তখন সে নিজের সীমা ভুলে যায় এবং অপব্যবহার করতে থাকে—ঘাড়ে চেপে বসে। তেমনি, যখন একজন যোগ্য ব্যক্তি বিনয়ী ও নমনীয় থাকে, তখন অনেক সময় অযোগ্য ও দাম্ভিক ব্যক্তিরা দাপট দেখাতে শুরু করে। নম্রতা ও সহনশীলতার মাঝেও যথাসময়ে দৃঢ়তা ও সীমা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে যোগ্যতা অপমানিত না হয় এবং অন্যায় প্রশ্রয় পেয়ে মাথাচাড়া না দিতে পারে। -
আরিফুর রহমান, নরওয়ে।