মিনি কাব্য - ২৬৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পৃথিবীতে কেহই ছোট নয়
সকলে আপন গুণে বড়।
হাতে হাত মেলালেই দীর্ঘ
যদি শক্ত হাতে হাত ধরো।


ঝাঁপ; শ্লোক - ২৬৩

পানির গভীরতা জেনে
ঝাঁপ দিতে হয় জলে।
অসচেতন পদক্ষেপ
যেতে পারে বিফলে।

পাদটীকা: জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পূর্বে ভালোভাবে ভেবেচিন্তে নেয়া উচিত। অন্যথায় ভুল সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হতে পারে।    
আরিফুর রহমান, নরওয়ে।

ঝাঁপ: শ্লোক - ২৬৩


লভ্যতা; শ্লোক - ২৬২

এক ফোঁটা জল নেই
জীবনে যখন খরা।
অবিরাম বৃষ্টি রাশি
জলাধার যখন ভরা।

পাদটীকা: জীবনে যখন যেটা প্রয়োজন সর্বদা তখন সেটা উপলব্ধ থাকে না। প্রয়োজন ফুরিয়ে গেলে কখনো কখনো উক্ত জিনিসের সহজ লভ্যতা দেখা দেয়। 
আরিফুর রহমান, নরওয়ে।

লভ্যতা; শ্লোক - ২৬২


মিনি কাব্য - ২৫৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবিত থাকার মানেই,
রোগ শোক দূঃখ চিন্তা।
মৃত্যুতে সব হতে মেলে
ত্রাণ পরিত্রাণ চির মুক্তি।

সংসার; শ্লোক - ২৫১

জগৎ সংসার আলোকিত
ভালোবাসা প্রেম প্রীতি মায়ায়।
স্বর্গীয় সংসার নরকে নামে
বিদ্বেষ বিবাদ হিংসার ছায়ায়।

পাদটীকা:
পারস্পরিক প্রেমপূর্ণ সংসার স্বর্গ স্বরূপ, এবং পারস্পরিক বিবাদপূর্ণ সংসার নরক স্বরূপ।
আরিফুর রহমান, নরওয়ে।

সংসার; শ্লোক - ২৫১


মিনি কাব্য - ২৫০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নানান প্রাণ নানান রূপে
ভূমিষ্ট হয়, ধরার বুকে আসে।
নানান প্রাণ নানান সয়য়
ধরা দেয়, প্রাণ প্রাণতে মেশে।


নানা; শ্লোক - ২৪৯

নানা যুক্তি
নানা মত।
নানা গন্তব্য
নানা পথ।

পাদটীকা: আমাদের সকলের শিক্ষা, জ্ঞান, চিন্তা চেতনা এক নয়।  তাই আমাদের যুক্তি এবং মতাদর্শ ভিন্ন। পৃথিবীতে অনেক পথ, কিন্তু সকলের গন্তব্য বা লক্ষ্য এক নয়, তাই আমরা ভিন্ন ভিন্ন পথে হাটি।
আরিফুর রহমান, নরওয়ে।

নানা; শ্লোক - ২৪৯


মিনি কাব্য - ২৪৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মুখশের আড়ালে মুখ থাকে
প্রকৃত চেহারা ঢেকে রাখে।
বাহিরের রঙ কালো ধলো
অন্তরে থাকে মন্দ ভালো।

মিনি কাব্য - ২৪৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বিশ্বাস হাওয়ায় নড়ে,
বিশ্বাসী তাই হাওয়ায় ডরে।
ভিত্তি যদি হয় শক্ত মজবুত,
অটল থাকে আঘাতে নিযুত।

মিনি কাব্য - ২৪৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক শাস্ত্রে দেবতা বলে সমতল,
ধরণীকে কেন্দ্র করে সূর্য্য মামা ঘোরে।
অন্য শাস্ত্রে মানব বলে অসত্য,
সূর্য্যকে কেন্দ্র করে গ্রহেরা ছুটে চলে।

মিনি কাব্য - ২৪৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
খ্যাত জনে অঞ্জলী পায়
মানব কিংবা দেবতায়।
সর্বাধিক প্রচারিত গান
লোকে আনমনে গায়।

মিনি কাব্য - ২৪৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আমরা তখনই হই ব্যর্থ,
যখন লক্ষ্যার্জনে সংকল্প হতে হই বিচ্যুত।
আমরা ততক্ষণ জীবিত,
যতক্ষণ হৃদযন্ত্র শ্বাসপ্রশ্বাস চলে অবিরত।

মিনি কাব্য - ২৪১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দর্শন বিজ্ঞান পাঠ -
চিনতে শেখায় বিষয় জগৎ সত্যকে।
বৈদিক পুস্তক পাঠ -
আবদ্ধ করে উন্মুক্ত চিন্তা ভাবনাকে।

মিনি কাব্য - ২৩৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বারংবার ঘর্ষণে
লৌহজাত ধাতু ধারালো হয়।
সৃজনশীল ক্ষমতার বিকাশ
একাগ্র সাধনায়।

মিনি কাব্য - ২৩৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিশ্বাস খুবই সুক্ষ বিষয়,
আস্থায় গড়ে, ভাঙ্গে সংশয়।
প্রেম ও ধর্ম বিশ্বাসে গড়ে,
সন্দেহে ভাঙ্গে, ভিত্তি নড়ে।

মিনি কাব্য - ২৩৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ইঁদুরের দৃষ্টিতে মানুষ বৃহৎ প্রাণী
সব হাতির দৃষ্টিতে তা নয়।
ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপটে
ভাব বর্ণনায় তারতম্য হয়।

মিনি কাব্য - ২৩৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যার শুরু আছে
একটা নির্দিষ্ট সময় শেষে তার শেষ আছে।
যার জন্ম হবে
একটা নিদৃষ্ট সময় শেষে তার মৃত্যু হবে।

মিনি কাব্য - ২৩০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যোগ্য লোকে স্ব যোগ্যতায়
প্রতিষ্ঠিত, সম্মানিত।
সূর্য তাহার আপন আলোয়
বিশ্ব করে আলোকিত।

মিনি কাব্য - ২২৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুত্তীর্ণ ফলাফলে
মেলে দূর্বলতার পরিচয়।
সাফল্য ধরা দেয়
পরিশ্রম আর সাধনায়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন