নদীর কূল বানে ভেঙে যায়
ডাঙ্গার টানে ফিড়ে সে না আসে।
সময়ের স্রোতে পলি হারিয়ে
বালি হয়ে, অন্য কূলে মুচকি হাসে।
পাদটীকা: সময় এবং পরিবেশ পরিস্থিতির সাথে সাথে মানুষের অবস্থান এবং জীবনযাত্রা পরিবর্তন হয়।
-
আরিফুর রহমান, নরওয়ে।
ছবি: এনেলিয়া স্যান্ডোভাল