যাত্রা; শ্লোক - ৩৯১

মানুষ জন্মে, শিক্ষিত হয়ে
দক্ষ হয়ে মরার জন্যে;
জীবন ভর ছুঁটে চলে, যেন
রকেট চলে মহাশূন্যে।

পাদটীকা: মানব জীবন একটি দীর্ঘ যাত্রা।

পরিবর্তন; শ্লোক - ৩৯০

নদীর কূল বানে ভেঙে যায়
ডাঙ্গার টানে ফিড়ে সে না আসে।
সময়ের স্রোতে পলি হারিয়ে
বালি হয়ে, অন্য কূলে মুচকি হাসে।

পাদটীকা: সময় এবং পরিবেশ পরিস্থিতির সাথে সাথে মানুষের অবস্থান এবং জীবনযাত্রা পরিবর্তন হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ৩৯০
ছবি: এনেলিয়া স্যান্ডোভাল

সময়; শ্লোক - ৩৮৯

সময় আমাকে শিল্পী করেছে
শিখিয়েছে আঁকতে ছবি,
আমাকে লিখতে শিখিয়েছে
বানিয়েছে আমায় কবি।

পাদটীকা: পরিবেশে পরিস্থিতি মানুষকে অনেক কিছু হতেই বাধ্য করে।
আরিফুর রহমান, নরওয়ে।
 

ছবি: এডি ক্লাউস

পরিত্যাগ; শ্লোক - ৩৮৮

যখন স্বীকার করার ছিল
করেছো তখন পরিত্যাগ।
এখন তুমি স্বীকার করো
শূন্য থাকে তোমার ব্যাগ।

পাদটীকা: যথা সময়ে যথা কর্ম করতে হয়, সময় অতিবাহিত হলে সর্বদা পরিবেশ অনুকূলে থাকে না।
আরিফুর রহমান, নরওয়ে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন