শ্লোক - ৩৫৯

আরিফুর রহমানের শ্লোক - ৩৫৯
—————————
কেউ মধু দেখিয়ে বিক্রি
করে ঝোলা গুড়।
রেকর্ড বাজিয়ে গান শেনায়,
বাস্তব কন্ঠে ভিন্ন সুর।

নারী; শ্লোক - ৩৫৮

নারীকে ভক্তি করি
নারীকেই পূজি।
নারীতেই ভালোবাসা
প্রেম স্নেহ খুঁজি।

পাদটীকা: নারীকূল ব্যতীত পুরুষকূল অপূর্ণাঙ্গ। মানব জন্ম এই উভয় কূলের যৌথ প্রেমের ফল, পুরুষ হিসেবে নারী বা মাতৃ কূলের প্রতি আমাদের সম্মান, ভক্তি প্রদর্শন করা উচিত। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: কালার ক্রিসেন্ট

স্বদেশ বিদেশ; শ্লোক - ৩৫৭

স্বজাতি তাচ্ছিল্য করে
আপদ ভেবে বিদায় করে।
বিজাতি নিকটে ডেকে
সন্মূখে পুষ্প মালা ধরে।

পাদটীকা: স্বদেশে কুকুর, ভিনদেশে ঠাকুর। কোন কোন ব্যক্তি তার নিজ ভূমিতে অবহেলিত, এবং পক্ষান্তরে ভিন দেশে সম্মানিত। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: মার্কাস এইচএমআর

শ্লোক - ৩৫৫

আরিফুর রহমানের শ্লোক - ৩৫৫
—————————
গাঙে ভাসা কচুরীপনা
স্রোতে ভেসে যায়।
যদি কোথাও ঠাই মেলে
সেখানে দাড়ায়।

শ্লোক - ৩৫৪

আরিফুর রহমানের শ্লোক - ৩৫৪
—————————
কারোর চোখে রঙিন চশমা
কারোর চোখে আছে কালো।
এক জনে দেখে রঙিন সব,
অন্য জনে দেখে না আলো।

শ্লোক - ৩৫৩

আরিফুর রহমানের শ্লোক - ৩৫৩
—————————
কোন পাত্রে কতটুকু জল ধরে,
ঢালার সময় খেয়াল রাখতে হয়।
মাত্রারিক্ত ঢাললে উপচে পরে,
প্রয়োজনীয় জল হয় অপচয়।


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন