রাজনীতি রন্ধন; শ্লোক - ৩৫০

ধর্মের তেলে তরকারী রাঁধো
আমিষ কিম্বা নিরামিষ।
ঐ তেলেতেই রাজনীতি ভাজো
সিন্নি, প্রসাদে একই বিষ। 

পাদটীকা: ধর্মের সাথে রাজনীতি মিশালে ধর্ম বিকৃত এবং বিতর্কিত হয়, কারণ সেটি আর ধর্ম থাকে না, তখন সেটি হয় রাজনৈতিক ক্ষমতা লাভের হাতিয়ার। 
আরিফুর রহমান, নরওয়ে।

অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

বিস্কুটের টুকরো চাইনা
আস্ত বিস্কুট চাই।
বাংলাদেশি হইতে চাইনা
বাঙালি রইতে চাই। 

 পাদটীকা: কোনো ভূখণ্ডকে ভাগ করা যায়, কিন্তু ভূখণ্ডের মানুষের পরিচয় এবং সত্তাকে ভাগ করা যায় না।  
আরিফুর রহমান, নরওয়ে।

অবিভক্ত ; শ্লোক - ৩৪৯

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন