মিনি কাব্য - ৩৩৪

মিনি কাব্য - ৩৩৪
আরিফুর রহমান
-----------------
জীবিত যে জন আদর্শহীন, সে
মৃতজীব তথা আদর্শীক রূপে মৃত।
অনুরূপ আছে বহু গুণী জন
মৃত্যুর পরেও স্বীয় কর্মে জীবিত।

মিনি কাব্য - ৩৩৩

মিনি কাব্য -৩৩৩
আরিফুর রহমান
-----------------
পাপ হলো ধর্ম মতে দুষ্কর্ম
যাহা মানুষে স্বজ্ঞানে করে।
যে জন আপনা থেকে শুদ্ধ না হয়,
শুদ্ধ না করে তাকে তুলসী, কাবা ঘরে।

মিনি কাব্য - ৩৩২

মিনি কাব্য - ৩৩২
আরিফুর রহমান
-----------------
কে কতটুকু বেসে ছিলো ভালো,
তব তরে কে মুখ করে ছিলো কালো।
বর্তমান ও ভবিষ্যতে তাহার পাতে
অতীত ভাবিয়া যোগ্য সুধা ঢালো।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন