প্রতিটি প্রাণী আপন জীবনে
আপন লড়াই লড়ে।
সে প্রাণী বাস করুক জঙ্গলে
অথবা মানব ঘরে।
আপন লড়াই লড়ে।
সে প্রাণী বাস করুক জঙ্গলে
অথবা মানব ঘরে।
পাদটীকা: পৃথিবীটা এক যুদ্ধ ক্ষেত্র। এখানে বিজয়ীরাই টিকে থাকে দুর্বলেরা হারিয়ে যায় কালের স্রোতে। মানুষ সহ প্রতিটি প্রাণী নিজ নিজ ক্ষেত্রে লড়ে যাচ্ছে আপন অস্তিস্ত রক্ষায়।
- আরিফুর রহমান, নরওয়ে।