ঈদ মোবারক, শ্লোক - ৩২৯

ধর্ম, বর্ণ, ও জাতি ভেদে সকলের
শ্রম, সাধনা ও সংযম সার্থক হোক।
থাকুক সবে দুধে ভাতে, নিরাপদে,
সকলেই সুখি হোক; ঈদ মোবারক।

পাদটীকা: পৃথিবীর প্রতিটি মানুষ সুখে এবং নিরাপদে থাকুক। ঈদের আনন্দ সকলের জীবনে প্রকৃত আনন্দ বয়ে আনুক।
- আরিফুর রহমান, নরওয়ে।



মিনি কাব্য - ৩২৮

মিনি কাব্য - ৩২৮
আরিফুর রহমান
-----------------
মূর্খ জনে তর্ক করে
জ্ঞানী জনে রহে চুপ।
আল্প বিদ্যা ভয়ংকরী
দেখায় তাহার প্রতিরূপ।

মিনি কাব্য - ৩২৭

মিনি কাব্য - ৩২৭
আরিফুর রহমান
-----------------
ভালোবাসা বা মন্দবাসা
আচরণে প্রকাশ পায়।
মুখে বা লিখে জানানোর
সর্বদা আবশ্যক নাই।

মিনি কাব্য - ৩২৬

মিনি কাব্য - ৩২৬
আরিফুর রহমান
-----------------
রাতের আঁধার কাটলে পরেই
ভোরে নতুন দিন আসে।
মেঘেরা হাওয়ায় উড়ে গেলেই
জোৎস্না ঝিলিক হাসে।

মিনি কাব্য - ৩২৫

মিনি কাব্য - ৩২৫
আরিফুর রহমান
-----------------
চিরকাল নদীর জল
একই সমান না রহে,
সব ঋতুতে সে জল
এক দিকে না বহে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন