মিনি কাব্য - ৩১৩

মিনি কাব্য - ৩১৩
আরিফুর রহমান
-----------------
এ ভুবন বৈচিত্রময়;
সংঘর্ষে সৃষ্টি এবং ধ্বংসে।
সংগ্রামে টিকে থাকা;
প্রজন্মে, পরম্পরায় বংশে।

মিনি কাব্য - ৩১২

মিনি কাব্য - ৩১২
আরিফুর রহমান
-----------------
কি হবে সে পরিবারে যদি
কেউ না বোঝে আত্মার স্পন্ধন!
পরিবার সেটাই, যেথা থাকে
ভালোবাসা, মমতা, আত্মার বন্ধন।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন