মিনি কাব্য - ৩০৪

মিনি কাব্য - ৩০৪
আরিফুর রহমান
-----------------
পাথরে পাথর ভাঙ্গে আঘাতে,
আগুন জ্বলে বারংবার ঘর্ষণে।
মানুষ এবং চুম্বক কাছে আসে
আকর্ষণে, দূরে যায় বিকর্ষণে।

মিনি কাব্য - ৩০৩

মিনি কাব্য - ৩০৩
আরিফুর রহমান
-----------------
আয়না প্রতিবিম্ব দেখায়,
দেয়াল ধ্বনির প্রতিধ্বনি শোনায়,
মানুষ ‌শিক্ষা থেকে শেখে,
কৃত কর্মে জ্ঞানের প্রকাশ ঘটায়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন