মিনি কাব্য - ২৯৩

মিনি কাব্য - ২৯৩
আরিফুর রহমান
-----------------
অগ্রাহ্য সর্বদা সমাধাণ নহে;
অশিক্ষায় অসভ্যতা বাড়ে,
‌অবহেলায় অসুখ না সারে,
অপচিকিৎসায় প্রাণ কারে।

মিনি কাব্য - ২৯২

মিনি কাব্য - ২৯২
আরিফুর রহমান
-----------------
প্রচ্ছদ বিচারে সর্বদা
বই কখনো পড়তে নেই।
মানুষের বিচার সর্বদা
চেহারা দেখে করতে নেই।

মিনি কাব্য - ২৯১

মিনি কাব্য - ২৯১
আরিফুর রহমান
-----------------
চিত্তবিক্ষেপ চিত্তকে বিচ্ছিন্ন করে
লক্ষ্যার্জনে অক্ষম।
নিরবিচ্ছিন্ন সংকল্প, প্রচেষ্টা করে
লক্ষ্যার্জনে সক্ষম।

মিনি কাব্য - ২৯০

মিনি কাব্য - ২৯০
আরিফুর রহমান
-----------------
বরশি হাতে নিলেই
হয় না মৎস শিকার।
মৎস না দেয় ঠোকর
যদি না থাকে আধার।

মিনি কাব্য - ২৮৯

মিনি কাব্য - ২৮৯
আরিফুর রহমান
-----------------
জাত ভেদাভেদ মানুষে গড়ে
আধিপত্য প্রতিষ্ঠার তরে।
সবাই ভূমিষ্ট হয় সমান ভাবে,
একই পরিচয় যখন মরে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন