মিনি কাব্য - ২৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পানির স্রোত সর্বদা
ঢালুতেই বহে।
কোন কিছুই নিরার্থক
অকারণে নহে।

মিনি কাব্য - ২৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুজনে সুনয়ন পরিলে
সুচিন্তা সমূহ সচল হয়।
সুকর্ম সুকথা সুগন্ধ সম
আপন গুণে অমর হয়।

মিনি কাব্য - ২৮৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক দৃষ্টিতে যাহা আলোর কারণ
অন্য দৃষ্ঠিতে ছায়ার।
এক পক্ষে যাহা নির্দয়তা
অন্য পক্ষে তা মায়ার।

মিনি কাব্য - ২৮২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখে আমি সংযম করি,
অনুরূপ করি দুখে।
মনের কথা মনেই রাখি
প্রকাশ না করি মুখে।

মিনি কাব্য - ২৮১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ শক্তকে ভক্তি করে,
নরমের প্রতি গরম।
লজ্জাহীনে কভু না করে
কোন কিছুতে শরম।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন