মিনি কাব্য - ২৮০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ক্ষেত্রভেদে রক্তের আত্মীয়
হয় না আপন জন।
মুখোশ উন্মোচিত হয়, মেলে পরিচয়
আসিলে প্রকৃত ক্ষণ।

মিনি কাব্য - ২৭৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রদীপে যদি তেল না থাকে
স্বযত্নে হাত বুলালে তা জ্বলে না।
গাড়ীতে যদি চাকা না থাকে
গায়ের জোড়ে ঠেললে তা চলে না।

সহনশীল; শ্লোক - ২৭৮

পেটে খেলে
পিঠে সয়।
ভালোবাসা
মনে রয়।

পাদটীকা: কারোর কাছ থেকে আঘাত পেলেও মনে থাকে, অনুরূপ ভালোবাসার পেলেও মনে থাকে।
আরিফুর রহমান, নরওয়ে।

সহনশীল, পাথরের উপর পাথর


মিনি কাব্য - ২৭৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সৌন্দর্য্য সুশ্রী বাহ্যিক রূপ
চাকচিক্য রূপে গহনা।
আচরণে উন্মোচিত প্রকৃত স্বরূপ
লুকানো তাহাকে যায় না।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন