সব নক্ষত্রের ঠাঁই হয়না
সৌরজগতে বা আকাশে।
কিছু প্রজ্জ্বলিত হৃদয়াকাশে,
জীবদ্দশার সুকর্ম বিকাশে।
সৌরজগতে বা আকাশে।
কিছু প্রজ্জ্বলিত হৃদয়াকাশে,
জীবদ্দশার সুকর্ম বিকাশে।
পাদটীকা: কিছু কিছু নক্ষত্র আমাদের রাতের আকাশকে আলোকিত করে অন্ধকারেও পথ দেখায়, আর কিছু নক্ষত্র আছে যাদের কর্ম আদর্শ আমাদের অনুপ্রাণীত করে জীবনের লক্ষ্য পথে এগিয়ে চলতে।
- আরিফুর রহমান, নরওয়ে।