মিনি কাব্য - ২৪৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মুখশের আড়ালে মুখ থাকে
প্রকৃত চেহারা ঢেকে রাখে।
বাহিরের রঙ কালো ধলো
অন্তরে থাকে মন্দ ভালো।

মিনি কাব্য - ২৪৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বিশ্বাস হাওয়ায় নড়ে,
বিশ্বাসী তাই হাওয়ায় ডরে।
ভিত্তি যদি হয় শক্ত মজবুত,
অটল থাকে আঘাতে নিযুত।

মিনি কাব্য - ২৪৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক শাস্ত্রে দেবতা বলে সমতল,
ধরণীকে কেন্দ্র করে সূর্য্য মামা ঘোরে।
অন্য শাস্ত্রে মানব বলে অসত্য,
সূর্য্যকে কেন্দ্র করে গ্রহেরা ছুটে চলে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন