ভক্তি, পুষ্পাঞ্জলি মাটির মুর্তিতে,
নারী; পূজনীয় দেবী রূপে মন্দিরে।
অবজ্ঞা, বৈষম্যের শিকার বিকাশে,
নারী; অপূজনীয় ঘরে, সংসারে।

পাদটীকা: কোনো কোন পৌরাণিক কল্পকাহিনীতে নারীকে দেবতা এবং পরম পূজনীয় রূপে উপস্থাপন করা হয়েছে। সেই নারী দেবতার কোনো কোন উপাসকের ঘরে নারী স্বয়ং অবহেলিত।
আরিফুর রহমান, নরওয়ে।

দেবী; শ্লোক - ২১৩