আবদ্ধ; শ্লোক - ২০৪

প্রকৃত প্রেম আবদ্ধ করে
মায়ায় ভালোবাসায়।
স্বার্থে তাড়িত সম্পর্ক বাঁধে
শক্ত শিকলে খাঁচায়।

পাদটীকা: কিছু সম্পর্ক মানুষকে ভালোবাসার মায়াজালে আবদ্ধ করে, আরো কিছু সম্পর্কে ভিত্তি করে মানুষ মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

আবদ্ধ; শ্লোক - ২০৪


পরাজিত; শ্লোক - ২০৩

বাস্তবের কাছে পরাজিত
আবেগের কাছে নই।
তিক্ত-মধুর প্রেমের কথা
তাই তোমারেই কই।

পাদটীকা: মানুষ অনেক সময় বাস্তবের কাছে অসহায়। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় ইচ্ছে থাকা সত্বেও অনেক সময় অনেক গল্পের ইতিবাচক সমাপ্তি ঘটে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

পরাজিত; শ্লোক - ২০৩


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন