প্রহসন; শ্লোক - ২০০

প্রশাসন স্বদেশে আজরাইল,
মানুষ অসহায় অবিচারে।
সাজানো নাটক; চোর পুলিশ,
বিনাবিচারে প্রাণ কারে।

পাদটীকা: ন্যায় ন্যায়ের বিচার আদালতের হাতে ন্যস্ত হয় উচিত, বিচার বহির্ভুত হত্যাকান্ড কখনো কাম্য নয়।
যে পাহারাদার নিজেই সিঁদ কাটে, সেই পাহারাদারের কাছে গৃহকর্তার গৃহ নিরাপদ নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রহসন; শ্লোক - ২০০


রূঢ়; শ্লোক - ১৯৯

বিজাতি দূরে রহ!
স্বজাতি স্বাগতম।
কেন রূঢ় তুমি এত
হে প্রবীণ প্রিয়তম?

পাদটীকা: কোন কোন সমাজে মানুষ কট্টর জাতীয়তা বাদী, স্বজাতিকে তারা যোগ্য পদে স্বাগত করে, কিন্তু বিজাতি উপযুক্ত হওয়া সত্বেও যোগ্য পদে স্বাগতম করে করে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

রূঢ়; শ্লোক - ১৯৯

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন