মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আচমকা দেখি বেলা শেষে;
ঘুণ পোকা মানুষের বেশে,
দানবের মত হেসে হেসে,
বিচরণ করে আমার দেশে।