মিনি কাব্য - ১৪৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নিয়তি সেই শৈশব থেকে বরাবরই
আমার প্রতি নিষ্ঠুর, নির্দয়।
কঠিন থেকে কঠিনতর পরীক্ষায়
যাচে আমায় সর্বদায়।

স্থানচুত্য; শ্লোক - ১৪২

স্থানচুত্য বৃক্ষ ও আমায়
সাদৃশ্য বর্তমান।
নতুন মাটিতে শক্ত হইনি
সময় বহমান।

পাদটীকা: নতুন পরিবেশে মানিয়ে নিতে কখনও কখনও সময় লেগে যায়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: স্কট ওয়েব

মিনি কাব্য - ১৪১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কোন বৃক্ষকে যখন
একত্র থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়,
নতুন মাটিতে শিকড় বিছিয়ে
শক্ত হয়ে দাঁড়াতে তার সময় লেগে যায়। 

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন