মিনি কাব্য - ৯৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অলস্যে সফলতা নয়
ব্যার্থতার পাহাড় গড়া হয়।
পরিশ্রমী-কর্মঠ হও,
সময় করো না অপচয়।

মিনি কাব্য - ৯৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কাছের পাহাড় বিশাল বড়
দূর থেকে তা নয়।
এখন কষ্ট আকাশ সম,
অতপরঃ সব ক্ষুদ্র মনে হয়।

মিনি কাব্য - ৯৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
তোমার যানজটের শহরে
বৃষ্টি ভেজা দুপুর, কলরব।
কাঁচের জানালায় বৃষ্টির জল
উঁকি দেয়, দেখে তোমায়। 

দীর্ঘসূত্রিতা; শ্লোক - ৯৪

করি করি করি বলে
বয়ে যায় বেলা।
শুরু করি করি বলে
শেষ হয় খেলা।

পাদটীকা: কোন কোন কর্ম শুরু করতে গিয়ে দীর্ঘসূচিত্রা তৈরী হয়। করি করি বলেও শুরু করা হয়ে ওঠে না।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: প্যাট্রিক পার্কিনস

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন