তোমার গানের অর্থ আমি বুঝি না
অভিধানেও খুঁজি না।
তোমার কন্ঠের-সুর-তাল-লয়
আমার হৃদয় ছুয়ে যায়।
পাদটীকা: এদিত পিয়াফ ছিলেন একজন ফরাসি সঙ্গীতশিল্পী, গীতিকার, কাবারে গায়িকা ও চলচ্চিত্র অভিনেত্রী। পিয়াফের সঙ্গীতসমূহ বেশিরভাগ সময় আত্মজীবনীমূলক হত এবং তিনি প্রেম ও বিরহ সম্পর্কিত শাঁসাঁ ও টর্চ ব্যালাডে প্রসিদ্ধ ছিলেন। ফরাসি গায়িকা এদিত পিয়াফ-এর গানের কণ্ঠে মুগ্ধ হয়ে লেখা।
অভিধানেও খুঁজি না।
তোমার কন্ঠের-সুর-তাল-লয়
আমার হৃদয় ছুয়ে যায়।
পাদটীকা: এদিত পিয়াফ ছিলেন একজন ফরাসি সঙ্গীতশিল্পী, গীতিকার, কাবারে গায়িকা ও চলচ্চিত্র অভিনেত্রী। পিয়াফের সঙ্গীতসমূহ বেশিরভাগ সময় আত্মজীবনীমূলক হত এবং তিনি প্রেম ও বিরহ সম্পর্কিত শাঁসাঁ ও টর্চ ব্যালাডে প্রসিদ্ধ ছিলেন। ফরাসি গায়িকা এদিত পিয়াফ-এর গানের কণ্ঠে মুগ্ধ হয়ে লেখা।