ত্তঁচলাকুড়; শ্লোক - ৭৪

যে ভূমে নাই শিল্পের মর্ম,
সে ভূমি ত্তঁচলাকুড়, বৃথা
শিল্পীর জন্ম, কর্ম ও ঘর্ম,
শিল্প সেথা অপরাধ সম।

পাদটীকা: ত্তঁচলাকুড় ময়লার স্তুপ, সেখানে উচ্ছিষ্ট বস্তু স্থান পায় মূল্যবান শিল্পকর্ম সেখানে শোভা পায় না। কোনো শিল্পকর্ম যদি আস্তাকুড়ে পরে থাকে তাহলে সেই বস্তুর শিল্প এবং গুনগত ম্যান নিয়ে প্রশ্ন ওঠে। তাই সে সমাজে শিল্পের মূল্যায়ন নাই সে সমাজ ত্তঁচলাকুড়, শিল্প সেখানে বৃথা, শিল্পী সেখানে অবমূল্যায়িত।  
আরিফুর রহমান, নরওয়ে।


চিত্র: আরিফুর রহমান

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন