পাছে লোকে বলিবে সদা
করো ভালো বা মন্দ।
নিজ গায়ে মাখিবে সুবাস,
তোমার গায়ে দূর্গন্ধ।
পাদটীকা: ধুরন্ধর পাত্র সকল সমাজেই কম বেশি বর্তমান। এরুপ ব্যক্তি নিজের মিথ্যা গুণগান আর অন্য লোকের নিন্দা করতে বেশি পছন্দ করে; আপন স্বার্থ বাস্তবায়ণে বন্ধুর পিঠে ছুরি চালাতেও দ্বিধা করে না।
- আরিফুর রহমান, নরওয়ে।
- আরিফুর রহমান, নরওয়ে।