পরস্পর কখনো সহমত,
কখনো ভিন্ন মত।
শত মতামতের ভীড়ে,
খুঁজে পাই নব পথ।
পাদটীকা: সকলেই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। যত মত তত পথ, অর্থাৎ সকলেই যদি নিজ নিজ মত প্রকাশ করার সুযোগ পায় তাহলে সেখান থেকে শত মতামতের ভীড়েও সঠিক মত বা সঠিক পথ খুঁজে পাওয়ার তীব্র সম্ভাবনা থাকবে।
কখনো ভিন্ন মত।
শত মতামতের ভীড়ে,
খুঁজে পাই নব পথ।
পাদটীকা: সকলেই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। যত মত তত পথ, অর্থাৎ সকলেই যদি নিজ নিজ মত প্রকাশ করার সুযোগ পায় তাহলে সেখান থেকে শত মতামতের ভীড়েও সঠিক মত বা সঠিক পথ খুঁজে পাওয়ার তীব্র সম্ভাবনা থাকবে।
- আরিফুর রহমান, নরওয়ে।