মানুষ মানুষ দলাদলি ভেদাভেদ;
অতি ক্ষুদ্রতর হেতু।
মানুষের মাঝের দেয়াল ভাঙুক;
গড়ুক সেথায় সেতু।
পাদটীকা: রাষ্ট্র থেকে রাষ্ট্রে, সমাজ থেকে সমাজে, মানুষ থেকে মানুষ বিভক্ত; নানা স্বার্থে নানা কারণে। মানুষের মাঝে ভেদাভেদের দেয়াল পতিত হোক, এবং সেখানে স্থাপিত হোক বন্ধুত্বের সেতু।
অতি ক্ষুদ্রতর হেতু।
মানুষের মাঝের দেয়াল ভাঙুক;
গড়ুক সেথায় সেতু।
পাদটীকা: রাষ্ট্র থেকে রাষ্ট্রে, সমাজ থেকে সমাজে, মানুষ থেকে মানুষ বিভক্ত; নানা স্বার্থে নানা কারণে। মানুষের মাঝে ভেদাভেদের দেয়াল পতিত হোক, এবং সেখানে স্থাপিত হোক বন্ধুত্বের সেতু।
- আরিফুর রহমান, নরওয়ে।