ভুল পথ নিয়ে যায় 
অচিন ঠিকানায়। 
সঠিক দিশায় ধাবিত 
সঠিক নিশানায়। 

পাদটীকা: ভুল পথে হেঁটে সঠিক ঠিকানায় পৌঁছানো সম্ভব নয়। সঠিক ঠিকানায় পৌঁছাতে হলে আমাদের সঠিক পথ ধরে হাঁটা উচিত। উদ্দেশ্যহীন না চলে জীবনে লক্ষ্য নির্ধারণ করে চলা উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

জীবন পথ; শ্লোক - ২