মনুষ্য প্রাণ সকলেই সমান, 
শিরায় প্রবহমান একই রঙের রক্ত। 
জৈবিক চাহিদা সবার এক, 
বিশ্বাসে মানুষ থেকে মানুষ বিভক্ত। 

পাদটীকা: প্রাণী হিসেবে সব মানুষের জৈবিক চাহিদা এক, কিন্তু ধর্মীয় বিশ্বাস, সামাজিক এবং জাতিগত বৈষম্য মানুষকে মানুষ থেকে আলাদা করেছে। 
- আরিফুর রহমান, নরওয়ে।

বিভক্তি শ্লোক ৪৪০