নিশ্বাসে ভাইরাস, বিশ্বাসে ভাইরাস;
ভাইরাস ছড়াছড়ি জগৎময়।
ভাইরাস মানুষকে অসুস্থ করে, মারে
ভাইরাসে তাই আমার ভয়।

পাদটীকা: এক ধরণের ভাইরাস হাঁচি, কাশি, নিশ্বাস বা স্পর্শের মাধ্যমে ছড়ায়, অন্য ধরণের ভাইরাস বিশ্বাসের মাধ্যমে ছড়ায়। এবং উভয় ভাইরাসই ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং মানব জাতির জন্য হুমকি স্বরূপ হতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

ভাইরাস