দেয়াল; শ্লোক - ২৪

মানুষ মানুষ দলাদলি ভেদাভেদ;
অতি ক্ষুদ্রতর হেতু।
মানুষের মাঝের দেয়াল ভাঙুক;
গড়ুক সেথায় সেতু।

পাদটীকা: রাষ্ট্র থেকে রাষ্ট্রে, সমাজ থেকে সমাজে, মানুষ থেকে মানুষ বিভক্ত; নানা স্বার্থে নানা কারণে। মানুষের মাঝে ভেদাভেদের দেয়াল পতিত হোক, এবং সেখানে স্থাপিত হোক বন্ধুত্বের সেতু।
আরিফুর রহমান, নরওয়ে।

দেয়াল; শ্লোক - ২৪


যুদ্ধ শেষে; শ্লোক - ১৮

যুদ্ধ শেষে রুগ্ন দেশে
সব হারিয়ে কাদছে শিশু,
বিশ্ববাসী দেখছে নিরব
নিরব আমি, নিরব যিশু।

পাদটীকা: শ্লোকটি যুদ্ধ বিদ্ধস্ত দেশের শিশুদের কথা ভেবে লেখা। পৃথিবীর কোথাও যুদ্ধ কাম্য নয়। রাজায় রাজায় যুদ্ধ হয় আর নিরীহ নাগরিকে এর জন্য কড়া মূল্য দিতে হয়। যদ্ধু হানাহানি রক্তপাত, ক্ষমতা আর যুদ্ধাস্ত্র প্রদর্শনের মহরা ব্যতিত বেশি কিছু নয়।
আরিফুর রহমান, নরওয়ে।

যুদ্ধ শেষে; শ্লোক - ১৮


স্রষ্টা চরিত্র; শ্লোক - ১২

মানব আপন স্বার্থেই গড়েছে
ঈশ্বর, খোদা, ভগবান; 
আপন হাতেই লিখেছে কিতাব
তাঁহার নামে জয়গান।

পাদটীকা: ঈশ্বর কখনো মানুষের সামনে এসে তার অস্তিত্ব, মহানুভবতা বা ক্ষমতার কথা জানান দেননি। এবং ঈশ্বরের সকল জয়গান মানুষের তৈরী বর্ণমালা দিয়ে মানুষের হাতেই লেখা। মানুষ প্রাকৃতিকভাবে আশাবাদী প্রাণী, ভরসা করতে ভালোবাসে, তাই সে, স্বীয় জ্ঞানের মাপকাঠি দিয়ে এই কাল্পনিক সত্তাকে সাজায়, এবং ভরসা করে অপ্রাপ্তিগুলো ভুলে থাকে। আবার এই অজ্ঞাত শক্তির ভয় দেখিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করে। মোটকথা, ঈশ্বরের ধারণার স্রষ্টা মানুষ স্বয়ং।
আরিফুর রহমান, নরওয়ে।

স্রষ্টা চরিত্র; শ্লোক - ১২


ধর্মগুরু; শ্লোক - ১১

ধর্মগুরু জাহির করে, সে
আধ্যাত্মিক প্রজ্ঞার আধার।
আম জনতায় মূর্খ মানব
কেহ নাই আর তার সমতার।

পাদটীকা: কোন কোন ধর্মগুরু, ধর্মীয় জলসায় বক্তব্য দিতে গিয়ে নিজেকে বিজ্ঞ এবং মহাজ্ঞানী হিসেবে জাহির করে, অনেক মিথ্যা এবং আজগুবি প্রসঙ্গের অবতারণা করে। ধর্মীয় বিষয়বস্তুকে বিশেষ্যায়িত করতে গিয়ে স্বয়ং ধর্মীয় বিষয়বস্তুকে খাটো করে লোক হাসায়।
আরিফুর রহমান, নরওয়ে।

ধর্মগুরু; শ্লোক - ১১


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন