মিনি কাব্য - ২৯৩

মিনি কাব্য - ২৯৩
আরিফুর রহমান
-----------------
অগ্রাহ্য সর্বদা সমাধাণ নহে;
অশিক্ষায় অসভ্যতা বাড়ে,
‌অবহেলায় অসুখ না সারে,
অপচিকিৎসায় প্রাণ কারে।

মিনি কাব্য - ২৯২

মিনি কাব্য - ২৯২
আরিফুর রহমান
-----------------
প্রচ্ছদ বিচারে সর্বদা
বই কখনো পড়তে নেই।
মানুষের বিচার সর্বদা
চেহারা দেখে করতে নেই।

মিনি কাব্য - ২৮৯

মিনি কাব্য - ২৮৯
আরিফুর রহমান
-----------------
জাত ভেদাভেদ মানুষে গড়ে
আধিপত্য প্রতিষ্ঠার তরে।
সবাই ভূমিষ্ট হয় সমান ভাবে,
একই পরিচয় যখন মরে।

মিনি কাব্য - ২৮৮

মিনি কাব্য - ২৮৮
আরিফুর রহমান
-----------------
কভু যদি পরে চক্ষুতে ছানি,
আরোগ্য দেয় সুচিকিৎসা খানি।
যার অন্তর চক্ষুতে পর্দা ছানি,
উপশম না দেয় জমজমের পানি।

মিনি কাব্য - ২৮৭

মিনি কাব্য - ২৮৭
আরিফুর রহমান
-----------------
মানুষ যখন শিক্ষিত হয়ে
মূর্খের মত কথা কয়।
শিক্ষা সনদ নিছক কাগজ
আবর্জনায় গণ্য হয়।

মিনি কাব্য - ২৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুজনে সুনয়ন পরিলে
সুচিন্তা সমূহ সচল হয়।
সুকর্ম সুকথা সুগন্ধ সম
আপন গুণে অমর হয়।

মিনি কাব্য - ২৮১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ শক্তকে ভক্তি করে,
নরমের প্রতি গরম।
লজ্জাহীনে কভু না করে
কোন কিছুতে শরম।

মিনি কাব্য - ২৮০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ক্ষেত্রভেদে রক্তের আত্মীয়
হয় না আপন জন।
মুখোশ উন্মোচিত হয়, মেলে পরিচয়
আসিলে প্রকৃত ক্ষণ।

মায়ের বিকল্প; শ্লোক - ২৭৫

দুধের স্বাদ না মেটে ঘোলে
না মেটে ঘোলা জলে।
না মেলে কভু মাতৃ স্নেহ
মাসির কোলে হেলে দুলে।

পাদটীকা: মায়ের ভালোবাসার কোনো বিকল্প হয় না। মায়ের শূণ্যস্থান অন্য কেউ পূরণ করতে পারে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

মায়ের বিকল্প; শ্লোক - ২৭৫
ছবি: আদ্রিয়েন টেলর

মিনি কাব্য - ২৭৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কেউ সরল মনে বিশ্বাস করে,
এর অর্থ এই নয় সে বোকা।
কেউ সরল বিশ্বাস ভঙ্গ করিলো,
এর অর্থ ধোঁকাবাজ দিছে ধোঁকা।

মিনি কাব্য - ২৭৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সময় বদলের সাথে সাথে
পরিচয় বদলে যায়।
নুন আনতে পান্তা ফুরাতো,
কোরমা পোলাও খায়।

জৈবিক মানুষ; শ্লোক - ২৭২

তুমি যাকে ভাবিছো দেব
সে আসলে মানুষ।
লালসায় পরিলে দেব
হারাইবে সব হুস।

পাদটীকা: জগতের কোন মানুষই তার স্বীয় সত্তার উর্ধে নন। তাই বিশেষ পরিবেশ পরিস্থিতিতে দেব তুল্য মানুষেরও জৈবিক রূপ প্রকাশ পায়।  
আরিফুর রহমান, নরওয়ে।

জৈবিক মানুষ; শ্লোক - ২৭২


রূপগুণ; শ্লোক - ২৬৭

সুশ্রী রূপে ভূমিষ্ট হওয়া
ব্যক্তির কৃতিত্ব শূন্য।
সুজন সুশীল ব্যক্তি হও
আত্মগুণেই সম্পূর্ণ।

পাদটীকা: সুন্দর রূপে জন্মগ্রহণ করাটা কৃতিত্বের নয়, বরং অনৰ্নিহিত ভালো গুণগুলোকে অর্জন করে গুণবান এবং ভালো মানুষ হিসেবে আপন সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারাটাই হচ্ছে প্রকৃত মানুষের লক্ষণ। 
আরিফুর রহমান, নরওয়ে।

রূপগুণ; শ্লোক - ২৬৭


জানা মানা; শ্লোক - ২৬১

আমরা জানি অনেক কিছু
কয় জনে সব মানি।
খাদ্য সবাই চিবিয়ে খায়
পান করা হয় পানি।

পাদটীকা: আমরা অনেক কিছুই শিখি কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাই না। এই যেমন বাংলা ব্যাকরণে আমরা শিখেছি যাবতীয় তরল পানীয় পান করতে হয়, কিন্তু বলার সময় আমরা বাঙালিরা বাংলায় ভুল করে থাকি, বলে থাকি আমরা পানি খাই।  
আরিফুর রহমান, নরওয়ে।

জানা মানা; শ্লোক - ২৬১



নক্ষত্র; শ্লোক - ২৫৮

সব নক্ষত্রের ঠাঁই হয়না
সৌরজগতে বা আকাশে।
কিছু প্রজ্জ্বলিত হৃদয়াকাশে,
জীবদ্দশার সুকর্ম বিকাশে।

পাদটীকা: কিছু কিছু নক্ষত্র আমাদের রাতের আকাশকে আলোকিত করে অন্ধকারেও পথ দেখায়, আর কিছু নক্ষত্র আছে যাদের কর্ম আদর্শ আমাদের অনুপ্রাণীত করে জীবনের লক্ষ্য পথে এগিয়ে চলতে। 
আরিফুর রহমান, নরওয়ে।

নক্ষত্র; শ্লোক - ২৫৮


মিনি কাব্য - ২৫৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বন্ধুর বেশে উড়ে এসে
জুড়ে বসে গান্ধী পোঁকা।
সময়ে প্রয়োজন ফুঁড়ালে
চলে যাবে দিয়ে ধোঁকা।

মিনি কাব্য - ২৫৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বাঙালি জীবিতকালে স্বজাতির দ্বারা
সর্বদাই অবহেলিত।
মৃত্যুরপরে সকলেই গায় গুণ কীর্তন;
করে পুষ্পাঞ্জলিত।

মিনি কাব্য - ২৪৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মুখশের আড়ালে মুখ থাকে
প্রকৃত চেহারা ঢেকে রাখে।
বাহিরের রঙ কালো ধলো
অন্তরে থাকে মন্দ ভালো।

মিনি কাব্য - ২৪৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
খ্যাত জনে অঞ্জলী পায়
মানব কিংবা দেবতায়।
সর্বাধিক প্রচারিত গান
লোকে আনমনে গায়।

মিনি কাব্য - ২৩৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ইঁদুরের দৃষ্টিতে মানুষ বৃহৎ প্রাণী
সব হাতির দৃষ্টিতে তা নয়।
ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপটে
ভাব বর্ণনায় তারতম্য হয়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন