প্রতিটি মানুষ একই সমান
মানবিকতার মাপে।
ভিন্ন মানুষ জীবন আচরণ
সুখদুঃখ পরিতাপে।

পাদটীকা: মানবতার মানদন্ডে প্রতিটি মানুষ একই সমান। তবে আমরা ভিন্ন আমাদের নিজ নিজ সমাজে, ভাষা, সংস্কৃতি, আচরণে, নিজ নিজ সুখ দুঃখের হিসাব নিকাশে।
আরিফুর রহমান, নরওয়ে।


সম-অসম; শ্লোক - ৩