মিনি কাব্য - ৩০২

মিনি কাব্য - ৩০২
আরিফুর রহমান
-----------------
মৎস শিকার সেখানেই হয়
যেখানে মৎসরা করে বসবাস।
ধোঁকা প্রতারণা সেখানেই হয়
যেখানে থাকে সরল বিশ্বাস।

মিনি কাব্য - ৩০০

মিনি কাব্য - ৩০০
আরিফুর রহমান
-----------------
বড় কথায় বড় নয়
বড় হয় কর্মে।
বড় বৃক্ষে ভক্তি নয়
ভক্তি মানব ধর্মে।

মিনি কাব্য - ২৯৯

মিনি কাব্য - ২৯৯
আরিফুর রহমান
-----------------
আগাছা হয়ে জন্ম নিয়ে
সুবিশাল বট গাছ হয়।
কোন কোন বট গৃহ কোণে
যতনে বনসাই হয়ে রয়।

সংবাদ সংজ্ঞা; শ্লোক - ২৯৮

যে সংবাদ অসত্য, ভিত্তিহীন
তাহা হলুদ বলেই গণ্য হয়।
ঘটা ঘটনার সত্য উচ্চারণ
সংবাদ বলে পরিগণিত হয়।

পাদটীকা: অসাধু ও অসত্য সংবাদ মাধ্যমের পরিচয় বিশ্লেষণ প্রসঙ্গে। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: মিখাইল রক্ষিত্যানস্কি

মিনি কাব্য - ২৯৭

মিনি কাব্য - ২৯৭
আরিফুর রহমান
-----------------
কুঁয়োর ব্যাঙ না জানে কভু
সাগর দেখিতে কেমন।
মানুষ আসলে তেমনই ভাবে,
যার জ্ঞানের পরিধি যেমন।

মিনি কাব্য - ২৯৬

মিনি কাব্য - ২৯৬
আরিফুর রহমান
-----------------
বৃক্ষের বৈশিষ্ট্য
থাকে না লেখা গায়, ফলেই প্রকাশ পায়।
স্নেহ ভালোবাসা
নয় মুখের কথায়, আচরনে বোঝা যায়।

মিনি কাব্য - ২৯৪

মিনি কাব্য - ২৯৪
আরিফুর রহমান
-----------------
মুখোশে ঢেকে, ছলনায় মেখে
আড়াল হয় ক্ষণিকের তরে। ‌
সত্য, সুন্দর, সূর্যের আলো
যায় না ঢাকা চির তরে।

মিনি কাব্য - ২৯৩

মিনি কাব্য - ২৯৩
আরিফুর রহমান
-----------------
অগ্রাহ্য সর্বদা সমাধাণ নহে;
অশিক্ষায় অসভ্যতা বাড়ে,
‌অবহেলায় অসুখ না সারে,
অপচিকিৎসায় প্রাণ কারে।

মিনি কাব্য - ২৯২

মিনি কাব্য - ২৯২
আরিফুর রহমান
-----------------
প্রচ্ছদ বিচারে সর্বদা
বই কখনো পড়তে নেই।
মানুষের বিচার সর্বদা
চেহারা দেখে করতে নেই।

মিনি কাব্য - ২৯০

মিনি কাব্য - ২৯০
আরিফুর রহমান
-----------------
বরশি হাতে নিলেই
হয় না মৎস শিকার।
মৎস না দেয় ঠোকর
যদি না থাকে আধার।

মিনি কাব্য - ২৮৯

মিনি কাব্য - ২৮৯
আরিফুর রহমান
-----------------
জাত ভেদাভেদ মানুষে গড়ে
আধিপত্য প্রতিষ্ঠার তরে।
সবাই ভূমিষ্ট হয় সমান ভাবে,
একই পরিচয় যখন মরে।

মিনি কাব্য - ২৮৮

মিনি কাব্য - ২৮৮
আরিফুর রহমান
-----------------
কভু যদি পরে চক্ষুতে ছানি,
আরোগ্য দেয় সুচিকিৎসা খানি।
যার অন্তর চক্ষুতে পর্দা ছানি,
উপশম না দেয় জমজমের পানি।

মিনি কাব্য - ২৮৬

মিনি কাব্য - ২৮৬
আরিফুর রহমান
-----------------
পয়সা যদি হারিয়ে যায়,
কর্ম করলেই ফেরত পায়।
ইজ্জত যদি হারিয়ে যায়
পুনরুদ্ধার পাওয়া দায়।

মিনি কাব্য - ২৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পানির স্রোত সর্বদা
ঢালুতেই বহে।
কোন কিছুই নিরার্থক
অকারণে নহে।

মিনি কাব্য - ২৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুজনে সুনয়ন পরিলে
সুচিন্তা সমূহ সচল হয়।
সুকর্ম সুকথা সুগন্ধ সম
আপন গুণে অমর হয়।

মিনি কাব্য - ২৮৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক দৃষ্টিতে যাহা আলোর কারণ
অন্য দৃষ্ঠিতে ছায়ার।
এক পক্ষে যাহা নির্দয়তা
অন্য পক্ষে তা মায়ার।

মিনি কাব্য - ২৮২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখে আমি সংযম করি,
অনুরূপ করি দুখে।
মনের কথা মনেই রাখি
প্রকাশ না করি মুখে।

মিনি কাব্য - ২৮১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ শক্তকে ভক্তি করে,
নরমের প্রতি গরম।
লজ্জাহীনে কভু না করে
কোন কিছুতে শরম।

মিনি কাব্য - ২৮০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ক্ষেত্রভেদে রক্তের আত্মীয়
হয় না আপন জন।
মুখোশ উন্মোচিত হয়, মেলে পরিচয়
আসিলে প্রকৃত ক্ষণ।

মিনি কাব্য - ২৭৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রদীপে যদি তেল না থাকে
স্বযত্নে হাত বুলালে তা জ্বলে না।
গাড়ীতে যদি চাকা না থাকে
গায়ের জোড়ে ঠেললে তা চলে না।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন