বনফুল; শ্লোক - ২৭৬

কোন কোন বনফুল
অধিক শোভা দেয়,
পরিচর্চায় পালিত
গোলাপের তুলনায়। 

পাদটীকা: পথের ধারে বা বনে জঙ্গলে ফুটে থাকা কোনো কোন ফুল পরিচর্চায় পালিত ফুলের চেয়েও দৃষ্টিনন্দন এবং সুঘ্রাণ দেন করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

বনফুল; শ্লোক - ২৭৬


মায়ের বিকল্প; শ্লোক - ২৭৫

দুধের স্বাদ না মেটে ঘোলে
না মেটে ঘোলা জলে।
না মেলে কভু মাতৃ স্নেহ
মাসির কোলে হেলে দুলে।

পাদটীকা: মায়ের ভালোবাসার কোনো বিকল্প হয় না। মায়ের শূণ্যস্থান অন্য কেউ পূরণ করতে পারে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

মায়ের বিকল্প; শ্লোক - ২৭৫
ছবি: আদ্রিয়েন টেলর

মিনি কাব্য - ২৭৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কেউ সরল মনে বিশ্বাস করে,
এর অর্থ এই নয় সে বোকা।
কেউ সরল বিশ্বাস ভঙ্গ করিলো,
এর অর্থ ধোঁকাবাজ দিছে ধোঁকা।

মিনি কাব্য - ২৭৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সময় বদলের সাথে সাথে
পরিচয় বদলে যায়।
নুন আনতে পান্তা ফুরাতো,
কোরমা পোলাও খায়।

মিনি কাব্য - ২৬৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
রঙ মাখিয়া কালো কাক
ময়ূরে রূপান্তরিত হয় না।
নর্দমায় যতই জল ঢালো,
নদী তাঁকে কেউ কয় না।

মিনি কাব্য - ২৬৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সম্মান টাকায় নয়
বিনামূল্যে পাওয়া যায়।
সম্মান পেতে হলে
যোগ্য কাজ করতে হয়।

মিনি কাব্য - ২৬৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পৃথিবীতে কেহই ছোট নয়
সকলে আপন গুণে বড়।
হাতে হাত মেলালেই দীর্ঘ
যদি শক্ত হাতে হাত ধরো।


লভ্যতা; শ্লোক - ২৬২

এক ফোঁটা জল নেই
জীবনে যখন খরা।
অবিরাম বৃষ্টি রাশি
জলাধার যখন ভরা।

পাদটীকা: জীবনে যখন যেটা প্রয়োজন সর্বদা তখন সেটা উপলব্ধ থাকে না। প্রয়োজন ফুরিয়ে গেলে কখনো কখনো উক্ত জিনিসের সহজ লভ্যতা দেখা দেয়। 
আরিফুর রহমান, নরওয়ে।

লভ্যতা; শ্লোক - ২৬২


জানা মানা; শ্লোক - ২৬১

আমরা জানি অনেক কিছু
কয় জনে সব মানি।
খাদ্য সবাই চিবিয়ে খায়
পান করা হয় পানি।

পাদটীকা: আমরা অনেক কিছুই শিখি কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাই না। এই যেমন বাংলা ব্যাকরণে আমরা শিখেছি যাবতীয় তরল পানীয় পান করতে হয়, কিন্তু বলার সময় আমরা বাঙালিরা বাংলায় ভুল করে থাকি, বলে থাকি আমরা পানি খাই।  
আরিফুর রহমান, নরওয়ে।

জানা মানা; শ্লোক - ২৬১



সাধনা; শ্লোক - ২৫৯

কাল ছিল ভিলেন,
আজকে সে নায়ক।
বাথরুম সিঙ্গার
সাধনায় গায়ক।

পাদটীকা: মনে প্রাণে সাধনা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। সঠিক লক্ষ্য নির্ধারণ করে সঠিক পথে চললে সফল হওয়া যায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

সাধনা; শ্লোক - ২৫৯


মিনি কাব্য - ২৫৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বাঙালি জীবিতকালে স্বজাতির দ্বারা
সর্বদাই অবহেলিত।
মৃত্যুরপরে সকলেই গায় গুণ কীর্তন;
করে পুষ্পাঞ্জলিত।

সংসার; শ্লোক - ২৫১

জগৎ সংসার আলোকিত
ভালোবাসা প্রেম প্রীতি মায়ায়।
স্বর্গীয় সংসার নরকে নামে
বিদ্বেষ বিবাদ হিংসার ছায়ায়।

পাদটীকা:
পারস্পরিক প্রেমপূর্ণ সংসার স্বর্গ স্বরূপ, এবং পারস্পরিক বিবাদপূর্ণ সংসার নরক স্বরূপ।
আরিফুর রহমান, নরওয়ে।

সংসার; শ্লোক - ২৫১


মিনি কাব্য - ২৪৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
খ্যাত জনে অঞ্জলী পায়
মানব কিংবা দেবতায়।
সর্বাধিক প্রচারিত গান
লোকে আনমনে গায়।

মিনি কাব্য - ২৩৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বারংবার ঘর্ষণে
লৌহজাত ধাতু ধারালো হয়।
সৃজনশীল ক্ষমতার বিকাশ
একাগ্র সাধনায়।

মিনি কাব্য - ২৩৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ইঁদুরের দৃষ্টিতে মানুষ বৃহৎ প্রাণী
সব হাতির দৃষ্টিতে তা নয়।
ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপটে
ভাব বর্ণনায় তারতম্য হয়।

মিনি কাব্য - ২২৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুত্তীর্ণ ফলাফলে
মেলে দূর্বলতার পরিচয়।
সাফল্য ধরা দেয়
পরিশ্রম আর সাধনায়।

আন্তঃজাল; শ্লোক - ২২৮

শত্রু থাকে ওৎ পেতে,
আন্তঃজালে বন্ধুর দলে।
তথ্য বাটুন ভেবে চিন্তে
শত্রু থাকে বন্ধুর ছলে।

পাদটীকা: সামাজিক মাধ্যমে তথ্য ভাগাভাগি করার ক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত, কারণ বন্ধু দলে থাকা ব্যক্তিটি প্রকৃতার্থেই বন্ধু, নাকি শত্রু সে বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি না। তাই সামাজিক মাধ্যমে আমাদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

আন্তঃজাল; শ্লোক - ২২৮


মিনি কাব্য - ২২৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বুনিয়াদে ভবন
ভূমিকম্পে ঝুকি পূর্ণ।
দূর্বল বিশ্বাসে প্রেম
সন্দেহে ভাঙ্গে হয় চূর্ণ।

মিনি কাব্য - ২২৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
স্রোতে ভেসে যায় হালকা দ্রব্য,
ভারী কিছু যায় না।
হুজুগে কান দিয়ে মাতে বোকা,
বুদ্ধিমান মাতে না।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন