মিনি কাব্য - ২২৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
স্রোতে ভেসে যায় হালকা দ্রব্য,
ভারী কিছু যায় না।
হুজুগে কান দিয়ে মাতে বোকা,
বুদ্ধিমান মাতে না।

মিনি কাব্য - ২২১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বরফ গলে পানি হয়,
বালি গলে নয়।
নদীর উৎস হিমালয়,
মরু সাহারা নয়।

মিনি কাব্য - ২১৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নির্মম শাস্তিতে মৃত ক্রশবিদ্ধ যিশু
“শান্তির প্রতিক” পায় সম্মান।
অত্যাচারী শাসকেরা ধর্ম লেখক;
“প্রচারেই প্রসার” করে প্রমাণ।

মিনি কাব্য - ২১০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এ ভুবন সময় গতি
সন্মুখপানে বহমান।
পরিবর্তন চিরস্থায়ী,
আগমন এবং প্রস্থান।

আবদ্ধ; শ্লোক - ২০৪

প্রকৃত প্রেম আবদ্ধ করে
মায়ায় ভালোবাসায়।
স্বার্থে তাড়িত সম্পর্ক বাঁধে
শক্ত শিকলে খাঁচায়।

পাদটীকা: কিছু সম্পর্ক মানুষকে ভালোবাসার মায়াজালে আবদ্ধ করে, আরো কিছু সম্পর্কে ভিত্তি করে মানুষ মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

আবদ্ধ; শ্লোক - ২০৪


সূচনা; শ্লোক - ২০২

বন্ধুত্ব, শত্রুতা হয় না সূচনা
গড়ে না সম্পর্ক অকারণ।
সব সূচনায় কারণ থাকে,
ভাঙ্গে সম্পর্ক থাকে কারণ।

পাদটীকা: সম্পর্ক গড়ার বা ভাঙার পিছে এক বা একাধিক কারণ থাকে। অকারণে কোন কিছুই ভাঙে না বা গড়ে ওঠে না।
আরিফুর রহমান, নরওয়ে।

সূচনা; শ্লোক - ২০২


পরিবর্তন; শ্লোক - ২০১

ত্রি ভুবনের সকল কিছু
পরিবর্তনশীল ক্ষণস্থায়ী।
সময়ের সাথে সব বদলায়,
শুধু পরিবর্তন চিরস্থায়ী।

পাদটীকা: সময়ের সাথে সাথে শিশু, বালক থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়ে পরিণত হয়, এবং একদিন পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু পরিবর্তনের ধারাটা সার্বজনীন। সময়ের সাথে সাথে এই পৃথিবীর প্রতিটি বিষয়, বস্তই পরিবর্তিত হয়। কারণ, পরিবর্তন জগতের শ্বাশত ধর্ম। 
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ২০১


রূঢ়; শ্লোক - ১৯৯

বিজাতি দূরে রহ!
স্বজাতি স্বাগতম।
কেন রূঢ় তুমি এত
হে প্রবীণ প্রিয়তম?

পাদটীকা: কোন কোন সমাজে মানুষ কট্টর জাতীয়তা বাদী, স্বজাতিকে তারা যোগ্য পদে স্বাগত করে, কিন্তু বিজাতি উপযুক্ত হওয়া সত্বেও যোগ্য পদে স্বাগতম করে করে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

রূঢ়; শ্লোক - ১৯৯

লালসা; শ্লোক - ১৯৭

লালসার চশমা যার নয়নে
বাস্তব রঙ সে দেখে না দেখে।
লোভের নেশায় মাতাল গন্ধে
বিবেক পরাজিত দ্বিধা দন্দ্বে।

পাদটীকা: মানুষ লোভের তারনায় সজ্ঞানে বাস্তবতাকে উপেক্ষা করে, লোভে তারনায় বিবেকহীনতার পরিচয় দিয়ে অনৈতিক কাজ করে।
আরিফুর রহমান, নরওয়ে।

লালসা; শ্লোক - ১৯৭


মিনি কাব্য - ১৯৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অসাধু আর সুযোগলোভী
যখন কলকাঠি নাড়ায়।
মিথ্যা তখন খুব সহজে
সত্য হিসেবে প্রতিষ্ঠা পায়।


মরীচিকা; শ্লোক - ১৯২

মরীচিকার পিছে ছোটে
নতুন পথিক।
সোজা পথ ফেলে হাঁটে
দিক বিদিক।

পাদটীকা: মানুষ কৌতূহলের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। আলেয়ার পিছে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্ত্বপূর্ণ সময় নষ্ট করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

মরীচিকা; শ্লোক - ১৯২


পিরানহা; শ্লোক - ১৯১

যে পুকুরের অধিকাংশ পিরানহা, 
সে পুকুরে নামতে লাগে ভয়। 
যদি অক্ষত না ফিরি, ক্ষতি করে; 
সর্বদা আতংক, মনে সংশয়। 

পাদটীকা: যে সমাজের অধিকাংশ মানুষ মানবিক শিক্ষার পরিবর্তে উগ্র মতাদর্শে দীক্ষিত হয়, মানবিকের পরিবর্তে ভিন্ন বিশেষ্যণে নিজেকে বিশেষায়িত করে, অন্য মতাদর্শের মানুষের প্রতি সহনশীলতার পরিবর্তে ঘৃণা লালণ করে। সে সমাজ ভিন্ন মতাদর্শীদের জন্য ঝুকিপূর্ণ স্থান।
আরিফুর রহমান, নরওয়ে।

পিরানহা; শ্লোক - ১৯১


মিনি কাব্য - ১৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দাঁত থাকিতে দাঁতের যত্ন করি না,
ইহাই মোদের বাঙালীয়ানা।
অযত্নে অবহেলায় দন্ত যদি হারাই,
হই আফসোসে তালকানা।

মিনি কাব্য - ১৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আচমকা দেখি বেলা শেষে;
ঘুণ পোকা মানুষের বেশে,
দানবের মত হেসে হেসে,
বিচরণ করে আমার দেশে।

নিয়ম; শ্লোক - ১৮৩

কারোর হঠাৎ প্রস্থানে
পৃথিবী থাকেনা থেমে,
যথারীতি কক্ষপথে
চলে আপন নিয়মে।

পাদটীকা: পৃথিবী তার আপন গতিতে চলে আপন কক্ষপথে। কোনো মানুষের জন্ম বা মৃত্যুতে পৃথিবীর গতি বা গন্তব্য পরিবর্তিত হয় না।
আরিফুর রহমান, নরওয়ে।

নিয়ম; শ্লোক - ১৮৩


মিনি কাব্য - ১৭৭

একজন অনেক কিছুতেই ভালো হয়
তবে সব কিছুতেই শ্রেষ্ঠ হয় না।
একজন অনেক কিছুই পারে
তবে সব কিছু পারে না।

মিনি কাব্য - ১৭১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হাজার ইঁদুর খেয়ে
বিড়াল চললো হজ করতে।
ফিরে টুপি জুব্বা গায়
বিড়াল ধর্মের গীত গায়।

শত্রুতা; শ্লোক - ১৬৯

বেশির ভাগ শত্রুতা
বন্ধুত্ব থেকেই হয়।
সম্পর্ক, লেনদেন হোক
বোধ সচেতনতায়।

পাদটীকা: কোন কোন ক্ষেত্রে বন্ধুত্ব এবং শত্রুতা হলো মূদ্রার এপিঠ ওপিঠ, এবং বেশির ভাগ বন্ধুত্বই বিবর্তিত হয় শত্রুতায় রূপ ধারণ করে, তাই বন্ধুত্ব স্থপনে এবং পারষ্পারিক লেনদেন হওয়া উচিত বোধ সচেতনতায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

শত্রুতা শ্লোক ১৬৯


একলা; শ্লোক - ১৬৩

একলা একা পথ চলা
একলা একা হাঁটা।
একলা একা সুখ দুঃখ,
একলা জোয়ার ভাটা।

পাদটীকা: জীবনে কখনো কখনো পরিস্থিতি মোকাবেলা একা করতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সাইমন মিগাজ

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন