লালসা; শ্লোক - ১৯৭

লালসার চশমা যার নয়নে
বাস্তব রঙ সে দেখে না দেখে।
লোভের নেশায় মাতাল গন্ধে
বিবেক পরাজিত দ্বিধা দন্দ্বে।

পাদটীকা: মানুষ লোভের তারনায় সজ্ঞানে বাস্তবতাকে উপেক্ষা করে, লোভে তারনায় বিবেকহীনতার পরিচয় দিয়ে অনৈতিক কাজ করে।
আরিফুর রহমান, নরওয়ে।

লালসা; শ্লোক - ১৯৭


মিনি কাব্য - ১৯৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অসাধু আর সুযোগলোভী
যখন কলকাঠি নাড়ায়।
মিথ্যা তখন খুব সহজে
সত্য হিসেবে প্রতিষ্ঠা পায়।


মরীচিকা; শ্লোক - ১৯২

মরীচিকার পিছে ছোটে
নতুন পথিক।
সোজা পথ ফেলে হাঁটে
দিক বিদিক।

পাদটীকা: মানুষ কৌতূহলের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। আলেয়ার পিছে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্ত্বপূর্ণ সময় নষ্ট করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

মরীচিকা; শ্লোক - ১৯২


পিরানহা; শ্লোক - ১৯১

যে পুকুরের অধিকাংশ পিরানহা, 
সে পুকুরে নামতে লাগে ভয়। 
যদি অক্ষত না ফিরি, ক্ষতি করে; 
সর্বদা আতংক, মনে সংশয়। 

পাদটীকা: যে সমাজের অধিকাংশ মানুষ মানবিক শিক্ষার পরিবর্তে উগ্র মতাদর্শে দীক্ষিত হয়, মানবিকের পরিবর্তে ভিন্ন বিশেষ্যণে নিজেকে বিশেষায়িত করে, অন্য মতাদর্শের মানুষের প্রতি সহনশীলতার পরিবর্তে ঘৃণা লালণ করে। সে সমাজ ভিন্ন মতাদর্শীদের জন্য ঝুকিপূর্ণ স্থান।
আরিফুর রহমান, নরওয়ে।

পিরানহা; শ্লোক - ১৯১


মিনি কাব্য - ১৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দাঁত থাকিতে দাঁতের যত্ন করি না,
ইহাই মোদের বাঙালীয়ানা।
অযত্নে অবহেলায় দন্ত যদি হারাই,
হই আফসোসে তালকানা।

মিনি কাব্য - ১৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আচমকা দেখি বেলা শেষে;
ঘুণ পোকা মানুষের বেশে,
দানবের মত হেসে হেসে,
বিচরণ করে আমার দেশে।

নিয়ম; শ্লোক - ১৮৩

কারোর হঠাৎ প্রস্থানে
পৃথিবী থাকেনা থেমে,
যথারীতি কক্ষপথে
চলে আপন নিয়মে।

পাদটীকা: পৃথিবী তার আপন গতিতে চলে আপন কক্ষপথে। কোনো মানুষের জন্ম বা মৃত্যুতে পৃথিবীর গতি বা গন্তব্য পরিবর্তিত হয় না।
আরিফুর রহমান, নরওয়ে।

নিয়ম; শ্লোক - ১৮৩


মিনি কাব্য - ১৭৭

একজন অনেক কিছুতেই ভালো হয়
তবে সব কিছুতেই শ্রেষ্ঠ হয় না।
একজন অনেক কিছুই পারে
তবে সব কিছু পারে না।

মিনি কাব্য - ১৭১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হাজার ইঁদুর খেয়ে
বিড়াল চললো হজ করতে।
ফিরে টুপি জুব্বা গায়
বিড়াল ধর্মের গীত গায়।

শত্রুতা; শ্লোক - ১৬৯

বেশির ভাগ শত্রুতা
বন্ধুত্ব থেকেই হয়।
সম্পর্ক, লেনদেন হোক
বোধ সচেতনতায়।

পাদটীকা: কোন কোন ক্ষেত্রে বন্ধুত্ব এবং শত্রুতা হলো মূদ্রার এপিঠ ওপিঠ, এবং বেশির ভাগ বন্ধুত্বই বিবর্তিত হয় শত্রুতায় রূপ ধারণ করে, তাই বন্ধুত্ব স্থপনে এবং পারষ্পারিক লেনদেন হওয়া উচিত বোধ সচেতনতায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

শত্রুতা শ্লোক ১৬৯


একলা; শ্লোক - ১৬৩

একলা একা পথ চলা
একলা একা হাঁটা।
একলা একা সুখ দুঃখ,
একলা জোয়ার ভাটা।

পাদটীকা: জীবনে কখনো কখনো পরিস্থিতি মোকাবেলা একা করতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সাইমন মিগাজ

মিনি কাব্য - ১৬২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিরকাল থাকবে না কেউ,
মনে রাখবে না কেউ।
কালের ধূলোয় ঢেকে যাবে সব।
ভুলে যাবে সবাই, ভুলে যাবে রব।

ভালবাসা; শ্লোক - ১৫৭

ভালবাসা
পানির পোঁকা।
ধরতে যাও
দিবে ধোঁকা।

পাদটীকা: ভুল মানুষকে ভালোবাসলে ধোঁকা খাওয়া বা কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।  
আরিফুর রহমান, নরওয়ে।

ভালবাসা; শ্লোক - ১৫৭


মিনি কাব্য - ১৫৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবনের সাথে যুদ্ধ করে
গিয়েছি সম্মুখ পথে তেড়ে।
দূরত্বের কাছে জিতে গিয়েও,
গেলাম তোমার কাছে হেরে।

শিল্পী; শ্লোক - ১৫৪

শিল্পীরা ধনী হয়
মৃত্যুর পরে।
জীবদ্দশায় হতাশায়
কুঁড়ে ঘরে।

পাদটীকা: শিল্পী আপন শিল্পকর্ম বিক্রি করে ধনী বনে গেছেন, বা শিল্পকর্ম বিক্রি করে সুখে জীবন যাপন করেছেন এমন সুখী শিল্পীর দৃষ্টান্ত কোথাও পাইনি। শিল্পী জীবদ্দশায় দুর্বিষহ জীবন যাপন করেছেন, মৃত্যুর পর বিখ্যাত বনে গেছেন আর তার শিল্পকর্ম বিপুল অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে, যা দেখার বা ভোগ করার সৌভাগ্য শিল্পীর কখনো হয়নি, কোন কোন ক্ষেত্রে শিল্পকর্ম বিক্রির বিপুল অর্থ গিয়েছে তৃতীয় পক্ষের পকেটে।
আরিফুর রহমান, নরওয়ে।


শিল্পীর রঙ মাখা হাত

মিনি কাব্য - ১৫২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সত্ত্যিকারের ভালোবাসা
ছাড়তে চায় না হাত,
ঠুনকো ঝড়ো বাতাসে তা
হয় না কুপোকাত।

মিনি কাব্য - ১৫১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আসে আপন ইচ্ছায়,
আপন ইচ্ছায় চলে যায়।
তার তরে দুয়ার খুলে দাও;
তাকে ঠেকানো উচিৎ নয়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন