মিনি কাব্য - ১৪৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নিয়তি সেই শৈশব থেকে বরাবরই
আমার প্রতি নিষ্ঠুর, নির্দয়।
কঠিন থেকে কঠিনতর পরীক্ষায়
যাচে আমায় সর্বদায়।

স্থানচুত্য; শ্লোক - ১৪২

স্থানচুত্য বৃক্ষ ও আমায়
সাদৃশ্য বর্তমান।
নতুন মাটিতে শক্ত হইনি
সময় বহমান।

পাদটীকা: নতুন পরিবেশে মানিয়ে নিতে কখনও কখনও সময় লেগে যায়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: স্কট ওয়েব

মিনি কাব্য - ১৪১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কোন বৃক্ষকে যখন
একত্র থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়,
নতুন মাটিতে শিকড় বিছিয়ে
শক্ত হয়ে দাঁড়াতে তার সময় লেগে যায়। 

মিনি কাব্য - ১৩৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দিনকে দিন ধাবিত হচ্ছি
মৃত্যুর পথে।
যাচ্ছি সবাই ধীর গতিতে
সময়ের রথে।

মিনি কাব্য - ১৩২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
গাছ থেকে ফল পেতে
বীজ বুনিতে হয়।
ডিমে নিয়মিত তা দিলে
তবেই, ফুটে বাচ্চা হয়।

মিনি কাব্য - ১৩১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বান্দর কে দিলে প্রশ্রয়
পেয়ে যায় লাই।
মাথায় উঠে ভাংবে কাঠাল
রক্ষা তোমার নাই।

মিনি কাব্য - ১২১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিশ্বজিৎ এবং অভিজিতদের
উগ্র সন্ত্রাসী করে খুন।
বিচারের পালে হাওয়া লাগেনা
অদৃশ্য হাত টানে গুণ।

মানুষ দর্শন; শ্লোক - ১১৩

নরকে নয় ধরার মাঝে মানবে,
মুখ ও মুখোশে হাসে শয়তান।
অনুরূপ, সাধারণ মানব বেশে
খুঁজলেই পাবে আছে ভগবান।

পাদটীকা: শয়তানের বৈশিষ্ট্য সম্বলিত প্রাণী শুধুমাত্র নরকে, বা দেবতার বৈশিষ্ট্য সম্বলিত শুধুমাত্র স্বর্গে বিরাজমান নয়। উভয় সত্তার বৈশিষ্ট্য সম্বলিত মানুষ আমাদের আশেপাশেই বিরাজমান। আর এই সত্তাদ্বয় কে সনাক্ত করতে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতাই যথেষ্ট।    
আরিফুর রহমান, নরওয়ে।

মানুষ দর্শন; শ্লোক - ১১৩


স্বর্গ; শ্লোক - ১১১

স্বর্গের বর্ণনা রূপকথায়
আর আছে ধর্ম কথায়।
সংসার-ভবে স্বর্গ মেলে
ভালো কাজ ও কথায়।

পাদটীকা: স্বর্গের বর্ণনা শুধুমাত্র রূপকথা বা ধর্মে বিরাজমান। আর স্বর্গের অস্তিত্ব ভূপৃষ্ঠে বর্তমান। স্বর্গ বিরাজমান পৃথিবীর প্রকৃতিতে, প্রাণীতে, মানব সংসারের ভালো কাজ, কথা ও কর্মে। 
আরিফুর রহমান, নরওয়ে।

স্বর্গ; শ্লোক - ১১১


প্রাক ভাবনা; শ্লোক- ১১০

পঁচা পুকুরে ডুব দিলে
বেংচি ওঠে গায়, গা চুলকায়।
ভেবে কাজ করতে হয়,
অন্যথা জীবন ভুলে ভরে যায়।

পাদটীকা: কোন কিছু করার পূর্বে ঠান্ডা মাথায় ভেবে করতে হয়, নয়তো ভুলের মাশুল গুনতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


মিনি কাব্য - ১০৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কালকে যে বন্ধু ছিল
আজকে সে তা নয়।
সময় ভেদে নদীর স্রোত
উল্টো দিকে বয়।

মিনি কাব্য - ১০৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কিছু ফুল ফোটার আগেই ঝরে যায়,
গল্প তাঁহার অসমাপ্তই রয়ে যায়।
নানান পথের বিড়ম্বনায়, মরীচিকায়
বিপথে পথিক পথ হারায়।

মিনি কাব্য - ১০২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জন্ম যাহার আছে
মৃত্যু তাহার হবে।
জীবদ্দশার পদচিহ্ন
স্মৃতি হয়ে রবে।

মিনি কাব্য - ১০১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
উত্তরাধিকার সূত্রে আমি
পাইনি ধণ, পাইনি পণ।
কথা ও কাজে স্বকীয়তা,
থাকবো আমি যতক্ষণ।

মিনি কাব্য - ১০০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মূর্তি গড়ার সময়
যত্নে গড়তে হয়।
পুঁড়িয়ে শক্ত হলে,
বাঁকানো সম্ভব নয়।

মিনি কাব্য - ৯৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মাঝপথে দাড়িয়ে আমি
পাওয়া না পাওয়ার হিসেব মেলাই।
কিছু হারিয়ে কিছু পেয়েছি
আজো একলা দাড়িয়ে জীবন খেয়ায়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন