মিনি কাব্য - ২৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পানির স্রোত সর্বদা
ঢালুতেই বহে।
কোন কিছুই নিরার্থক
অকারণে নহে।

মিনি কাব্য - ২৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুজনে সুনয়ন পরিলে
সুচিন্তা সমূহ সচল হয়।
সুকর্ম সুকথা সুগন্ধ সম
আপন গুণে অমর হয়।

মিনি কাব্য - ২৮৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক দৃষ্টিতে যাহা আলোর কারণ
অন্য দৃষ্ঠিতে ছায়ার।
এক পক্ষে যাহা নির্দয়তা
অন্য পক্ষে তা মায়ার।

মিনি কাব্য - ২৮১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ শক্তকে ভক্তি করে,
নরমের প্রতি গরম।
লজ্জাহীনে কভু না করে
কোন কিছুতে শরম।

বনফুল; শ্লোক - ২৭৬

কোন কোন বনফুল
অধিক শোভা দেয়,
পরিচর্চায় পালিত
গোলাপের তুলনায়। 

পাদটীকা: পথের ধারে বা বনে জঙ্গলে ফুটে থাকা কোনো কোন ফুল পরিচর্চায় পালিত ফুলের চেয়েও দৃষ্টিনন্দন এবং সুঘ্রাণ দেন করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

বনফুল; শ্লোক - ২৭৬


মিনি কাব্য - ২৬৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
রঙ মাখিয়া কালো কাক
ময়ূরে রূপান্তরিত হয় না।
নর্দমায় যতই জল ঢালো,
নদী তাঁকে কেউ কয় না।

লভ্যতা; শ্লোক - ২৬২

এক ফোঁটা জল নেই
জীবনে যখন খরা।
অবিরাম বৃষ্টি রাশি
জলাধার যখন ভরা।

পাদটীকা: জীবনে যখন যেটা প্রয়োজন সর্বদা তখন সেটা উপলব্ধ থাকে না। প্রয়োজন ফুরিয়ে গেলে কখনো কখনো উক্ত জিনিসের সহজ লভ্যতা দেখা দেয়। 
আরিফুর রহমান, নরওয়ে।

লভ্যতা; শ্লোক - ২৬২


মিনি কাব্য - ২৫৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বন্ধুর বেশে উড়ে এসে
জুড়ে বসে গান্ধী পোঁকা।
সময়ে প্রয়োজন ফুঁড়ালে
চলে যাবে দিয়ে ধোঁকা।

মিনি কাব্য - ২৫৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বাঙালি জীবিতকালে স্বজাতির দ্বারা
সর্বদাই অবহেলিত।
মৃত্যুরপরে সকলেই গায় গুণ কীর্তন;
করে পুষ্পাঞ্জলিত।

মিনি কাব্য - ২৫০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নানান প্রাণ নানান রূপে
ভূমিষ্ট হয়, ধরার বুকে আসে।
নানান প্রাণ নানান সয়য়
ধরা দেয়, প্রাণ প্রাণতে মেশে।


মিনি কাব্য - ২৪৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রকৃতি স্বয়ং চিত্র বিচিত্র;
সকল জীবের ঘনিষ্ট মিত্র।
দেয় হাওয়া আশ্রয় প্রশ্রয়;
বহু মূর্তি, সৃষ্টি, ধ্বংস, প্রলয়।

মিনি কাব্য - ২৪৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বিশ্বাস হাওয়ায় নড়ে,
বিশ্বাসী তাই হাওয়ায় ডরে।
ভিত্তি যদি হয় শক্ত মজবুত,
অটল থাকে আঘাতে নিযুত।

মিনি কাব্য - ২৩৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ইঁদুরের দৃষ্টিতে মানুষ বৃহৎ প্রাণী
সব হাতির দৃষ্টিতে তা নয়।
ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপটে
ভাব বর্ণনায় তারতম্য হয়।

মিনি কাব্য - ২৩৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যার শুরু আছে
একটা নির্দিষ্ট সময় শেষে তার শেষ আছে।
যার জন্ম হবে
একটা নিদৃষ্ট সময় শেষে তার মৃত্যু হবে।

মিনি কাব্য - ২৩০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যোগ্য লোকে স্ব যোগ্যতায়
প্রতিষ্ঠিত, সম্মানিত।
সূর্য তাহার আপন আলোয়
বিশ্ব করে আলোকিত।

স্বতন্ত্র; শ্লোক - ২২৬

এ ধরনীর প্রতিটি ফুল
বৈচিত্রে ও গন্ধে স্বতন্ত্র সুন্দর।
অনুরূপ জাত বর্ণ ভেদে
স্বরূপে সুন্দর নারী এবং নর।

পাদটীকা: প্রতিটি ফুল আপন রঙে সুন্দর, আর মানুষ তার আপন রূপে সুন্দর। হাতের প্রতিটি আঙুলের ন্যায় পৃথিবীর প্রাকৃতিক উপকরণ এবং প্রতিটি প্রাণী স্বতন্ত্র।
আরিফুর রহমান, নরওয়ে।

স্বতন্ত্র; শ্লোক - ২২৬


মিনি কাব্য - ২২১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বরফ গলে পানি হয়,
বালি গলে নয়।
নদীর উৎস হিমালয়,
মরু সাহারা নয়।

মিনি কাব্য - ২১০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এ ভুবন সময় গতি
সন্মুখপানে বহমান।
পরিবর্তন চিরস্থায়ী,
আগমন এবং প্রস্থান।

মরীচিকা; শ্লোক - ১৯২

মরীচিকার পিছে ছোটে
নতুন পথিক।
সোজা পথ ফেলে হাঁটে
দিক বিদিক।

পাদটীকা: মানুষ কৌতূহলের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। আলেয়ার পিছে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্ত্বপূর্ণ সময় নষ্ট করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

মরীচিকা; শ্লোক - ১৯২


মিনি কাব্য - ১৮৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হে জায়া, কন্যা, জননী সকল!
নারী দিবসের শুভেচ্ছা!
শ্রদ্ধা এবং ভালোবাসা!
বাঁচুন সুখে, এটাই আশা!


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন