মিনি কাব্য - ২৮৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পানির স্রোত সর্বদা
ঢালুতেই বহে।
কোন কিছুই নিরার্থক
অকারণে নহে।

মিনি কাব্য - ২৮৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুজনে সুনয়ন পরিলে
সুচিন্তা সমূহ সচল হয়।
সুকর্ম সুকথা সুগন্ধ সম
আপন গুণে অমর হয়।

মিনি কাব্য - ২৮৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক দৃষ্টিতে যাহা আলোর কারণ
অন্য দৃষ্ঠিতে ছায়ার।
এক পক্ষে যাহা নির্দয়তা
অন্য পক্ষে তা মায়ার।

মিনি কাব্য - ২৮২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখে আমি সংযম করি,
অনুরূপ করি দুখে।
মনের কথা মনেই রাখি
প্রকাশ না করি মুখে।

মিনি কাব্য - ২৮১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ শক্তকে ভক্তি করে,
নরমের প্রতি গরম।
লজ্জাহীনে কভু না করে
কোন কিছুতে শরম।

মিনি কাব্য - ২৮০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ক্ষেত্রভেদে রক্তের আত্মীয়
হয় না আপন জন।
মুখোশ উন্মোচিত হয়, মেলে পরিচয়
আসিলে প্রকৃত ক্ষণ।

মিনি কাব্য - ২৭৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রদীপে যদি তেল না থাকে
স্বযত্নে হাত বুলালে তা জ্বলে না।
গাড়ীতে যদি চাকা না থাকে
গায়ের জোড়ে ঠেললে তা চলে না।

সহনশীল; শ্লোক - ২৭৮

পেটে খেলে
পিঠে সয়।
ভালোবাসা
মনে রয়।

পাদটীকা: কারোর কাছ থেকে আঘাত পেলেও মনে থাকে, অনুরূপ ভালোবাসার পেলেও মনে থাকে।
আরিফুর রহমান, নরওয়ে।

সহনশীল, পাথরের উপর পাথর


মিনি কাব্য - ২৭৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সৌন্দর্য্য সুশ্রী বাহ্যিক রূপ
চাকচিক্য রূপে গহনা।
আচরণে উন্মোচিত প্রকৃত স্বরূপ
লুকানো তাহাকে যায় না।

বনফুল; শ্লোক - ২৭৬

কোন কোন বনফুল
অধিক শোভা দেয়,
পরিচর্চায় পালিত
গোলাপের তুলনায়। 

পাদটীকা: পথের ধারে বা বনে জঙ্গলে ফুটে থাকা কোনো কোন ফুল পরিচর্চায় পালিত ফুলের চেয়েও দৃষ্টিনন্দন এবং সুঘ্রাণ দেন করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

বনফুল; শ্লোক - ২৭৬


মায়ের বিকল্প; শ্লোক - ২৭৫

দুধের স্বাদ না মেটে ঘোলে
না মেটে ঘোলা জলে।
না মেলে কভু মাতৃ স্নেহ
মাসির কোলে হেলে দুলে।

পাদটীকা: মায়ের ভালোবাসার কোনো বিকল্প হয় না। মায়ের শূণ্যস্থান অন্য কেউ পূরণ করতে পারে না। 
আরিফুর রহমান, নরওয়ে।

মায়ের বিকল্প; শ্লোক - ২৭৫
ছবি: আদ্রিয়েন টেলর

মিনি কাব্য - ২৭৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
কেউ সরল মনে বিশ্বাস করে,
এর অর্থ এই নয় সে বোকা।
কেউ সরল বিশ্বাস ভঙ্গ করিলো,
এর অর্থ ধোঁকাবাজ দিছে ধোঁকা।

মিনি কাব্য - ২৭৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সময় বদলের সাথে সাথে
পরিচয় বদলে যায়।
নুন আনতে পান্তা ফুরাতো,
কোরমা পোলাও খায়।

জৈবিক মানুষ; শ্লোক - ২৭২

তুমি যাকে ভাবিছো দেব
সে আসলে মানুষ।
লালসায় পরিলে দেব
হারাইবে সব হুস।

পাদটীকা: জগতের কোন মানুষই তার স্বীয় সত্তার উর্ধে নন। তাই বিশেষ পরিবেশ পরিস্থিতিতে দেব তুল্য মানুষেরও জৈবিক রূপ প্রকাশ পায়।  
আরিফুর রহমান, নরওয়ে।

জৈবিক মানুষ; শ্লোক - ২৭২


মিনি কাব্য - ২৭১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সময় সত্য প্রদর্শক;
ক্রমান্বয়ে সব দেখায়।
ভবিষ্যত করণীয় টুকু
অতীত বর্তমান শেখায়।

মিনি কাব্য - ২৭০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অধিক আবেগ অনুভূতিময়
দুঃখ বা সুখের স্মৃতি;
ভুলতে চাইলেও ভোলে না মন
আনমনে গায় গীতি।


মিনি কাব্য - ২৬৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে পাথর যায় না ভাঙ্গা
হাতুড়ী কিংম্বা লোহায়।
সেই পাথর ভাঙা যায়
ভালোবাসার কথায়।

মিনি কাব্য - ২৬৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
রঙ মাখিয়া কালো কাক
ময়ূরে রূপান্তরিত হয় না।
নর্দমায় যতই জল ঢালো,
নদী তাঁকে কেউ কয় না।

রূপগুণ; শ্লোক - ২৬৭

সুশ্রী রূপে ভূমিষ্ট হওয়া
ব্যক্তির কৃতিত্ব শূন্য।
সুজন সুশীল ব্যক্তি হও
আত্মগুণেই সম্পূর্ণ।

পাদটীকা: সুন্দর রূপে জন্মগ্রহণ করাটা কৃতিত্বের নয়, বরং অনৰ্নিহিত ভালো গুণগুলোকে অর্জন করে গুণবান এবং ভালো মানুষ হিসেবে আপন সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারাটাই হচ্ছে প্রকৃত মানুষের লক্ষণ। 
আরিফুর রহমান, নরওয়ে।

রূপগুণ; শ্লোক - ২৬৭


মিনি কাব্য - ২৬৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সম্মান টাকায় নয়
বিনামূল্যে পাওয়া যায়।
সম্মান পেতে হলে
যোগ্য কাজ করতে হয়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন