শূন্য; শ্লোক - ২২৩

শূন্য মোটেও মূল্যহীন নয়;
শূন্য করে পূর্ণতায়।
একের পিঠে এক শূন্যেই,
তা দশ হয়ে যায়।

পাদটীকা: আমারদের ভূ বিশ্ব স্বয়ং মহাশূন্যে ভেসে আছে, তাই শূন্যকে মূল্যহীন ভাবার কিছু নেই।  
আরিফুর রহমান, নরওয়ে।

শূন্য; শ্লোক - ২২৩



মিনি কাব্য - ২২২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষে গড়েছে ঈশ্বর,
আপন কারণে।
মানুষকে বধিছে মানুষ,
ঈশ্বরের বারণে।

মিনি কাব্য - ২২১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বরফ গলে পানি হয়,
বালি গলে নয়।
নদীর উৎস হিমালয়,
মরু সাহারা নয়।

মিনি কাব্য - ২১৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো লাগে, যখন
কেউ আমার কর্ম করে অনুকরণ।
ভালো লাগে, যখন কেউ
আমার পথ করে অনুসরণ।

মিনি কাব্য - ২১৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পৃথিবী স্বয়ং অসম্পূর্ণ,
সকলই যৌগিকতায় জন্ম।
প্রতিটি বিষয় অসম্পর্ণ,
সর্বত্রই আছে দুঃখ, দৈন্য।

মিনি কাব্য - ২১৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক অধ্যায় শেষে
অন্য অধ্যায় শুরু।
অতীত শিক্ষায় শিক্ষিত
ভবিষ্যতের গুরু।

মিনি কাব্য - ২১৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
নির্মম শাস্তিতে মৃত ক্রশবিদ্ধ যিশু
“শান্তির প্রতিক” পায় সম্মান।
অত্যাচারী শাসকেরা ধর্ম লেখক;
“প্রচারেই প্রসার” করে প্রমাণ।

মিনি কাব্য - ২১০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এ ভুবন সময় গতি
সন্মুখপানে বহমান।
পরিবর্তন চিরস্থায়ী,
আগমন এবং প্রস্থান।

মিনি কাব্য - ২০৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অন্যায় দেখে তা উপেক্ষা করা
মহানুভবতার পরিচয় নয়।
ববং, অন্যায়কারীকে আরো বড়
অন্যায় করতে প্রশ্রয় দেওয়া হয়।

বুদ্ধি প্রতিবন্ধী; শ্লোক - ২০৮

অন্ধবিশ্বাস মানুষকে
বুদ্ধি প্রতিবন্ধী করে দেয়।
বুঝিতে পারে না সে
সঠিক ভুল ন্যায় অন্যায়।

পাদটীকা: কোন কোন বুদ্ধি প্রতিবন্ধী যেমন তার বুদ্ধি দিয়ে উচিত অনুচিতের তফাৎ করতে পারে না, ভালো মন্দ নির্ণয় করতে পারে না।  অনুরূপ মানুষ যখন বুদ্ধিমত্তাকে বিসর্জন দিয়ে অন্ধ বিশ্বাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সে বুদ্ধি থাকা স্বত্তেও বুদ্ধি প্রতিবন্ধী মতো আচরণ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

বুদ্ধি প্রতিবন্ধী; শ্লোক - ২০৮


কর্মা; শ্লোক - ২০৭

পাপী স্বীকার করুক আর
নাই করুক; ভাগ্যের পরিহাসে,
সুদে আসলে কর্ম ফল
পাপীর কাছে ফিরেই আসে।

পাদটীকা: মানুষ ভালো কাজ করলে ভালো ফল ভোগ করে। মানুষ সেটা শিকার করুক আর নাই করুক, মন্দ কাজের ফল সব সময় মন্দই হয়। 
আরিফুর রহমান, নরওয়ে।

কর্মা; শ্লোক - ২০৭


দুঃস্বপ্ন; শ্লোক - ২০৫

দুঃস্বপ্ন শেষে
আসে রঙিন স্বপ্ন ভেসে।
কান্নার শেষে
স্বস্তি মেলে দীর্ঘ শ্বাসে। 

পাদটীকা: সুখের বা দুঃখের সময় কোনটাই চিরস্থায়ী নয়। রাত দিনের ন্যায় জীবনে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। কখনো কখনো কান্নার শেষে হৃদয়ের কষ্ট কিছুটা লাঘব হয়।   
আরিফুর রহমান, নরওয়ে।

দুঃস্বপ্ন; শ্লোক - ২০৫


সূচনা; শ্লোক - ২০২

বন্ধুত্ব, শত্রুতা হয় না সূচনা
গড়ে না সম্পর্ক অকারণ।
সব সূচনায় কারণ থাকে,
ভাঙ্গে সম্পর্ক থাকে কারণ।

পাদটীকা: সম্পর্ক গড়ার বা ভাঙার পিছে এক বা একাধিক কারণ থাকে। অকারণে কোন কিছুই ভাঙে না বা গড়ে ওঠে না।
আরিফুর রহমান, নরওয়ে।

সূচনা; শ্লোক - ২০২


পরিবর্তন; শ্লোক - ২০১

ত্রি ভুবনের সকল কিছু
পরিবর্তনশীল ক্ষণস্থায়ী।
সময়ের সাথে সব বদলায়,
শুধু পরিবর্তন চিরস্থায়ী।

পাদটীকা: সময়ের সাথে সাথে শিশু, বালক থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়ে পরিণত হয়, এবং একদিন পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু পরিবর্তনের ধারাটা সার্বজনীন। সময়ের সাথে সাথে এই পৃথিবীর প্রতিটি বিষয়, বস্তই পরিবর্তিত হয়। কারণ, পরিবর্তন জগতের শ্বাশত ধর্ম। 
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ২০১


আপন আলো; শ্লোক - ১৯৩

জন্ম হোক যথা তথা
কর্ম হোক ভালো।
বিশ্ব তাকে চিনে নিবে
দেখে আপন আলো।

পাদটীকা: জন্ম পরিচয় কোনো মানুষের স্বরূপ নির্ণয়ের মাপকাঠি নয়। কে কেমন মানুষ তা ব্যক্তির কথা এবং কাজে প্রকাশ পায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

আপন আলো; শ্লোক - ১৯৩


মিনি কাব্য - ১৯০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আমায় ভালোবেসে,
নিজ হাতে বানাবে পরোটা, দই!
তাকে দেবো আমার সকাল;
কারো শখ হতে চাই, প্রয়োজন নই।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন