মিনি কাব্য - ১৭৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আপন আঁখিতে পাইনা দেখিতে
আপন মুখখানি।
সকলেই সীমায় বদ্ধ, সীমাবদ্ধ
এই সত্য মানি।

মিনি কাব্য - ১৭৭

একজন অনেক কিছুতেই ভালো হয়
তবে সব কিছুতেই শ্রেষ্ঠ হয় না।
একজন অনেক কিছুই পারে
তবে সব কিছু পারে না।

প্রতিকৃতি; শ্লোক - ১৭৬

চেহারাটা দৈহিক প্রতিকৃতি
আত্মার নয়।
ব্যবহারে আত্মার প্রতিকৃতি
প্রকাশিত হয়।

পাদটীকা: মানুষের চেহারা মূলত দুইটি, একটি বাহ্যিক যা আমরা সচক্ষে দেখি, অন্য চেহারা মানুষের আত্মিক, যা আচরণের দ্বারা প্রকাশিত হয়, এবং আমরা অন্তর দিয়ে সেটি উপলব্ধ করি।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিকৃতি; শ্লোক - ১৭৬


মিনি কাব্য - ১৭৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ যখন-
সত্যের সন্মুখীন হতে ভয় পায়।
সত্য তখন-
মুচকি হাসে ঠাট্টা তামাশায়।

মিনি কাব্য - ১৭৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষ যখন অন্তর হতে
সমস্যা থেকে পরিত্রাণ চায়,
বুদ্ধি মনন কাজে লাগালে
নিশ্চিত পথের দেখা পায়।

কর্মফল; শ্লোক - ১৭২

যোগ, বিয়োগ, গুণ, ভাগ
সব অংকের ফল হয়।
ভালো, মন্দ, দ্বন্দ্ব রাগ
সব কর্মের ফল হয়।

পাদটীকা: কর্ম করলে তার ফল ভোগ করতে হয়, সু কর্ম হলে সুফল, আর কেউ কর্ম হলে কুফল। 
আরিফুর রহমান, নরওয়ে।

কর্মফল; শ্লোক - ১৭২



মিনি কাব্য - ১৭০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবন হলো একমুখো পথ,
আমরা রথ যাত্রী সবে।
সব যাত্রী চলে যাবে,
যাত্রা শেষে পদধূলী রবে।

শত্রুতা; শ্লোক - ১৬৯

বেশির ভাগ শত্রুতা
বন্ধুত্ব থেকেই হয়।
সম্পর্ক, লেনদেন হোক
বোধ সচেতনতায়।

পাদটীকা: কোন কোন ক্ষেত্রে বন্ধুত্ব এবং শত্রুতা হলো মূদ্রার এপিঠ ওপিঠ, এবং বেশির ভাগ বন্ধুত্বই বিবর্তিত হয় শত্রুতায় রূপ ধারণ করে, তাই বন্ধুত্ব স্থপনে এবং পারষ্পারিক লেনদেন হওয়া উচিত বোধ সচেতনতায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

শত্রুতা শ্লোক ১৬৯


মিনি কাব্য - ১৬৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভবিষ্যত পানে চলছি;
আমরা সবাই একমুখী যাত্রী।
গন্তব্যে কেউ আগে পৌছায়
হওয়ার আগে রাত্রী।

মিনি কাব্য - ১৬৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জ্ঞান লাভ করা
ভালো বিষয়।
প্রাপ্ত জ্ঞানের ভুল প্রয়োগ
কখনোই ঠিক নয়।

মিনি কাব্য - ১৬৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখ - দুঃখের উপরে
কারো স্বত্বাধিকার নেই।
সময় হলে জীবনে
তাহা আসবে - যাবেই।

মিনি কাব্য - ১৬৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সাদাকে সবাই সাদা দেখে
আমিও দেখি তাই।
সেই কথাটাই প্রকাশ করি
চিত্রে বা কবিতায়।

সময়; শ্লোক - ১৬৪

সময়কে যায় না দেখা
চোখে বা আয়নায়।
তবে সময় যেতে যেতে
অনেক কিছু দেখায়।

পাদটীকা: সময় মূলত অদৃশ্য হলেও সময়ের স্রোত দৃশ্যমান, সময়ের স্রোতে পরিবর্তিত সকল পরিবর্তন, উত্থান এবং পতন দৃশ্যমান।
আরিফুর রহমান, নরওয়ে।

সময়; শ্লোক - ১৬৪


মিনি কাব্য - ১৬২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিরকাল থাকবে না কেউ,
মনে রাখবে না কেউ।
কালের ধূলোয় ঢেকে যাবে সব।
ভুলে যাবে সবাই, ভুলে যাবে রব।

শুরু; শ্লোক - ১৬১

বিশাল বড় বট বৃক্ষ,
শুরু ছোট্ট চারা হইতে।
উপরে উঠিতে প্রথম পা
সর্বদা নিচের সিঁড়িতে।

পাদটীকা: পৃথিবীতে কোন কিছুই ছোট নয়। কোন কোন বিষয় আছে যা আদতে ছোট দেখা গেলেও পরিণতিতে একদিন তা বিশাল আকার লাভ করে। ছোট উদ্যোগ একদিন মানুষকে বিশাল স্থানে পৌঁছে দিতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

শুরু; শ্লোক - - ১৬১


মিনি কাব্য - ১৫৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে কর্ম মানবতাহীন কর্মমুখী শিক্ষা দেয়,
সেই কর্ম মোটেও ভালো কর্ম নয়।
যে ধর্ম মানবতাহীন ধর্মমুখী শিক্ষা দেয়,
সেই ধর্ম মোটেও ভালো ধর্ম নয়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন