মিনি কাব্য - ৩১১

মিনি কাব্য - ৩১১
আরিফুর রহমান
-----------------
একই সমান ছোট থাকে না
আপন মাথার চুল।
চিরকাল কেউ থাকবে ছোট
এমন ভাবনা ভুল।

মিনি কাব্য - ৩১০

মিনি কাব্য - ৩১০
আরিফুর রহমান
-----------------
আছে জন্ম, আছে মৃত্যু
এর মাঝে আছে সম্পর্ক
তেতো, মিষ্টি, ঝাল, টক;
ভুবন জীবন একটা নাটক।

মিনি কাব্য - ৩০৯

মিনি কাব্য - ৩০৯
আরিফুর রহমান
-----------------
অন্যায় দেখিয়া যে
নত মস্তকে এড়িয়ে যায়।
দূর্বল ‌অমানব সে
অমেরুদন্ডীয় বলে গণ্য হয়।

মিনি কাব্য - ৩০৮

মিনি কাব্য - ৩০৮
আরিফুর রহমান
-----------------
ভালোবাসা শুধু মুখের কথায় নয়
আচরণে প্রকাশ পায়।
কার ভালোবাসা কতটুকু খাঁটি তা
যথা সময়ে বোঝা যায়।

নারীর পরিচয়; শ্লোক - ৩০৭

নারীর বহু পরিচয়;
ভালোবাসা প্রেমিকা,
কন্যা, জায়া, জননী,
দূর্গতিনাশিনী দূর্গা।

পাদটীকা: সমাজ, রাষ্ট্র, বা পৃথিবীর অর্ধাংশ হলো নারী। জগতে নারী আছে বলেই আমরা জন্ম গ্রহণ করি এবং বেঁচে থাকি। নারীকূল ব্যতীত পূরুষকূল অস্তিত্ব শূণ্য।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সোমকোয়ার বিক্রম

মিনি কাব্য - ৩০৫

মিনি কাব্য - ৩০৫
আরিফুর রহমান
-----------------
পঁচা শামুকে কাটে পা,
চিকন সূঁচে লাগে ঘা।
কোন কিছুকে তুচ্ছ ভেবে
অবহেলা করা উচিৎ না।

মিনি কাব্য - ৩০৪

মিনি কাব্য - ৩০৪
আরিফুর রহমান
-----------------
পাথরে পাথর ভাঙ্গে আঘাতে,
আগুন জ্বলে বারংবার ঘর্ষণে।
মানুষ এবং চুম্বক কাছে আসে
আকর্ষণে, দূরে যায় বিকর্ষণে।

মিনি কাব্য - ৩০৩

মিনি কাব্য - ৩০৩
আরিফুর রহমান
-----------------
আয়না প্রতিবিম্ব দেখায়,
দেয়াল ধ্বনির প্রতিধ্বনি শোনায়,
মানুষ ‌শিক্ষা থেকে শেখে,
কৃত কর্মে জ্ঞানের প্রকাশ ঘটায়।

মিনি কাব্য - ৩০২

মিনি কাব্য - ৩০২
আরিফুর রহমান
-----------------
মৎস শিকার সেখানেই হয়
যেখানে মৎসরা করে বসবাস।
ধোঁকা প্রতারণা সেখানেই হয়
যেখানে থাকে সরল বিশ্বাস।

মিনি কাব্য - ৩০১

মিনি কাব্য - ৩০১
আরিফুর রহমান
-----------------
কলি, পূর্ণতা পায় ফুলে
ফুল, পূর্ণতা পায় ফলে।
কলি যদি ফুল না হয় তবে
ফল হয় কি তা কোন কালে?

মিনি কাব্য - ৩০০

মিনি কাব্য - ৩০০
আরিফুর রহমান
-----------------
বড় কথায় বড় নয়
বড় হয় কর্মে।
বড় বৃক্ষে ভক্তি নয়
ভক্তি মানব ধর্মে।

মিনি কাব্য - ২৯৯

মিনি কাব্য - ২৯৯
আরিফুর রহমান
-----------------
আগাছা হয়ে জন্ম নিয়ে
সুবিশাল বট গাছ হয়।
কোন কোন বট গৃহ কোণে
যতনে বনসাই হয়ে রয়।

মিনি কাব্য - ২৯৭

মিনি কাব্য - ২৯৭
আরিফুর রহমান
-----------------
কুঁয়োর ব্যাঙ না জানে কভু
সাগর দেখিতে কেমন।
মানুষ আসলে তেমনই ভাবে,
যার জ্ঞানের পরিধি যেমন।

মিনি কাব্য - ২৯৬

মিনি কাব্য - ২৯৬
আরিফুর রহমান
-----------------
বৃক্ষের বৈশিষ্ট্য
থাকে না লেখা গায়, ফলেই প্রকাশ পায়।
স্নেহ ভালোবাসা
নয় মুখের কথায়, আচরনে বোঝা যায়।

মিনি কাব্য - ২৯৫

মিনি কাব্য - ২৯৫
আরিফুর রহমান
-----------------
পুস্তকে যেমন অধ্যায় থাকে
অনুরূপ থাকে জীবনে।
সময়ের সাথে বিষয় বদলে
পৌষ, বৈশাখ, শ্রাবণে।

মিনি কাব্য - ২৯৪

মিনি কাব্য - ২৯৪
আরিফুর রহমান
-----------------
মুখোশে ঢেকে, ছলনায় মেখে
আড়াল হয় ক্ষণিকের তরে। ‌
সত্য, সুন্দর, সূর্যের আলো
যায় না ঢাকা চির তরে।

মিনি কাব্য - ২৯৩

মিনি কাব্য - ২৯৩
আরিফুর রহমান
-----------------
অগ্রাহ্য সর্বদা সমাধাণ নহে;
অশিক্ষায় অসভ্যতা বাড়ে,
‌অবহেলায় অসুখ না সারে,
অপচিকিৎসায় প্রাণ কারে।

মিনি কাব্য - ২৯২

মিনি কাব্য - ২৯২
আরিফুর রহমান
-----------------
প্রচ্ছদ বিচারে সর্বদা
বই কখনো পড়তে নেই।
মানুষের বিচার সর্বদা
চেহারা দেখে করতে নেই।

মিনি কাব্য - ২৯১

মিনি কাব্য - ২৯১
আরিফুর রহমান
-----------------
চিত্তবিক্ষেপ চিত্তকে বিচ্ছিন্ন করে
লক্ষ্যার্জনে অক্ষম।
নিরবিচ্ছিন্ন সংকল্প, প্রচেষ্টা করে
লক্ষ্যার্জনে সক্ষম।

মিনি কাব্য - ২৮৯

মিনি কাব্য - ২৮৯
আরিফুর রহমান
-----------------
জাত ভেদাভেদ মানুষে গড়ে
আধিপত্য প্রতিষ্ঠার তরে।
সবাই ভূমিষ্ট হয় সমান ভাবে,
একই পরিচয় যখন মরে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন