মিনি কাব্য - ২৪১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দর্শন বিজ্ঞান পাঠ -
চিনতে শেখায় বিষয় জগৎ সত্যকে।
বৈদিক পুস্তক পাঠ -
আবদ্ধ করে উন্মুক্ত চিন্তা ভাবনাকে।

মিনি কাব্য - ২৩৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বারংবার ঘর্ষণে
লৌহজাত ধাতু ধারালো হয়।
সৃজনশীল ক্ষমতার বিকাশ
একাগ্র সাধনায়।

মিনি কাব্য - ২৩৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বিশ্বাস খুবই সুক্ষ বিষয়,
আস্থায় গড়ে, ভাঙ্গে সংশয়।
প্রেম ও ধর্ম বিশ্বাসে গড়ে,
সন্দেহে ভাঙ্গে, ভিত্তি নড়ে।

মিনি কাব্য - ২৩৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ইঁদুরের দৃষ্টিতে মানুষ বৃহৎ প্রাণী
সব হাতির দৃষ্টিতে তা নয়।
ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপটে
ভাব বর্ণনায় তারতম্য হয়।

মিনি কাব্য - ২৩৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যার শুরু আছে
একটা নির্দিষ্ট সময় শেষে তার শেষ আছে।
যার জন্ম হবে
একটা নিদৃষ্ট সময় শেষে তার মৃত্যু হবে।

মিনি কাব্য - ২৩৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জন্মসূত্রে প্রতিটি মানুষ
অদ্বিতীয় এবং স্বাধীন।
মানব সৃষ্ট সংস্কার
করে তাকে পরাধীন।

মিনি কাব্য - ২৩২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রকৃত বন্ধু সে,
যে বিপদে থাকে পাশে।
সুসময়ের বন্ধু
বিপদ কেটে গেলে আসে।

অযত্ন; শ্লোক - ২৩১

অযত্নে অবহেলায়
আগাছা বাগিচায় ক্রমাগত।
স্বাস্থ্য অসচেতনতায়
রোগ ব্যধি হয় সংক্রামিত।

পাদটীকা: অযত্নে অবহেলায় যেমন সাজানো বাগান অগাছায় পরিপূর্ণ হয়ে বাগানের সৌন্দর্য নষ্ট হয়, অনুরূপ অবহেলা আর অযত্নে সুস্বাস্থ্য নষ্ট হয়।  
আরিফুর রহমান, নরওয়ে।

অযত্ন; শ্লোক - ২৩১


মিনি কাব্য - ২৩০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যোগ্য লোকে স্ব যোগ্যতায়
প্রতিষ্ঠিত, সম্মানিত।
সূর্য তাহার আপন আলোয়
বিশ্ব করে আলোকিত।

মিনি কাব্য - ২২৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুত্তীর্ণ ফলাফলে
মেলে দূর্বলতার পরিচয়।
সাফল্য ধরা দেয়
পরিশ্রম আর সাধনায়।

মিনি কাব্য - ২২৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বুনিয়াদে ভবন
ভূমিকম্পে ঝুকি পূর্ণ।
দূর্বল বিশ্বাসে প্রেম
সন্দেহে ভাঙ্গে হয় চূর্ণ।

মিনি কাব্য - ২২৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জয়োধ্বনি শুনতে হলে
করতে হয় যোগ্য কাজ।
পরিশ্রমী ব্যক্তিই পায়
সম্মান, স্বীকৃতি, তাজ।

মিনি কাব্য - ২২৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
স্রোতে ভেসে যায় হালকা দ্রব্য,
ভারী কিছু যায় না।
হুজুগে কান দিয়ে মাতে বোকা,
বুদ্ধিমান মাতে না।

মিনি কাব্য - ২২০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হৃদয় আকাশে ভাসে সব ছবি,
অতীত ভ্রমিয়া বর্তমানে থামি।
সে আপনে উৎসর্গ করি সবই,
দুর্দিনে আপন, যে ছিলো দামি।

মিনি কাব্য - ২১৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো লাগে, যখন
কেউ আমার কর্ম করে অনুকরণ।
ভালো লাগে, যখন কেউ
আমার পথ করে অনুসরণ।

কুশীলব; শ্লোক - ২১৮

চলচ্চিত্র বা মঞ্চের অভিনয়,
নাটক রূপে সনাক্ত করা যায় সহজে।
জীবনের কক্ষপথে নাট্যকার,
কৌশল দেখায়, সত্যি ভাবে সকলে।

পাদটীকা: বাস্তব জীবনে অভিনেতাদের অভিনয় সর্বদা সনাক্ত করা সম্ভবপর হয় না। অধিকাংশ লোকজন সেটাকে সত্যি হিসেবে বিশ্বাস করে। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: কাইল হেড

মিনি কাব্য - ২১৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মাঝে মাঝে কাব্য লিখি,
ছন্দে ছন্দে বলি কথা।
কাব্যে প্রকাশ করি ভাবনা,
দুঃখ, সুখ এবং মমতা।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন