মিনি কাব্য - ২৩৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জন্মসূত্রে প্রতিটি মানুষ
অদ্বিতীয় এবং স্বাধীন।
মানব সৃষ্ট সংস্কার
করে তাকে পরাধীন।

মিনি কাব্য - ২৩২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রকৃত বন্ধু সে,
যে বিপদে থাকে পাশে।
সুসময়ের বন্ধু
বিপদ কেটে গেলে আসে।

অযত্ন; শ্লোক - ২৩১

অযত্নে অবহেলায়
আগাছা বাগিচায় ক্রমাগত।
স্বাস্থ্য অসচেতনতায়
রোগ ব্যধি হয় সংক্রামিত।

পাদটীকা: অযত্নে অবহেলায় যেমন সাজানো বাগান অগাছায় পরিপূর্ণ হয়ে বাগানের সৌন্দর্য নষ্ট হয়, অনুরূপ অবহেলা আর অযত্নে সুস্বাস্থ্য নষ্ট হয়।  
আরিফুর রহমান, নরওয়ে।

অযত্ন; শ্লোক - ২৩১


মিনি কাব্য - ২৩০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যোগ্য লোকে স্ব যোগ্যতায়
প্রতিষ্ঠিত, সম্মানিত।
সূর্য তাহার আপন আলোয়
বিশ্ব করে আলোকিত।

মিনি কাব্য - ২২৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুত্তীর্ণ ফলাফলে
মেলে দূর্বলতার পরিচয়।
সাফল্য ধরা দেয়
পরিশ্রম আর সাধনায়।

মিনি কাব্য - ২২৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বুনিয়াদে ভবন
ভূমিকম্পে ঝুকি পূর্ণ।
দূর্বল বিশ্বাসে প্রেম
সন্দেহে ভাঙ্গে হয় চূর্ণ।

মিনি কাব্য - ২২৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জয়োধ্বনি শুনতে হলে
করতে হয় যোগ্য কাজ।
পরিশ্রমী ব্যক্তিই পায়
সম্মান, স্বীকৃতি, তাজ।

মিনি কাব্য - ২২৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
স্রোতে ভেসে যায় হালকা দ্রব্য,
ভারী কিছু যায় না।
হুজুগে কান দিয়ে মাতে বোকা,
বুদ্ধিমান মাতে না।

মিনি কাব্য - ২২০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হৃদয় আকাশে ভাসে সব ছবি,
অতীত ভ্রমিয়া বর্তমানে থামি।
সে আপনে উৎসর্গ করি সবই,
দুর্দিনে আপন, যে ছিলো দামি।

মিনি কাব্য - ২১৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভালো লাগে, যখন
কেউ আমার কর্ম করে অনুকরণ।
ভালো লাগে, যখন কেউ
আমার পথ করে অনুসরণ।

কুশীলব; শ্লোক - ২১৮

চলচ্চিত্র বা মঞ্চের অভিনয়,
নাটক রূপে সনাক্ত করা যায় সহজে।
জীবনের কক্ষপথে নাট্যকার,
কৌশল দেখায়, সত্যি ভাবে সকলে।

পাদটীকা: বাস্তব জীবনে অভিনেতাদের অভিনয় সর্বদা সনাক্ত করা সম্ভবপর হয় না। অধিকাংশ লোকজন সেটাকে সত্যি হিসেবে বিশ্বাস করে। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: কাইল হেড

মিনি কাব্য - ২১৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মাঝে মাঝে কাব্য লিখি,
ছন্দে ছন্দে বলি কথা।
কাব্যে প্রকাশ করি ভাবনা,
দুঃখ, সুখ এবং মমতা।

মিনি কাব্য - ২১৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পৃথিবী স্বয়ং অসম্পূর্ণ,
সকলই যৌগিকতায় জন্ম।
প্রতিটি বিষয় অসম্পর্ণ,
সর্বত্রই আছে দুঃখ, দৈন্য।

মিনি কাব্য - ২১৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক অধ্যায় শেষে
অন্য অধ্যায় শুরু।
অতীত শিক্ষায় শিক্ষিত
ভবিষ্যতের গুরু।

মিনি কাব্য - ২১১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সত্য কখনো সুন্দর,
নিষ্ঠুর এবং নির্মম।
সত্য কখনো আনন্দের,
বেদনার, সাক্ষাত যম।

মিনি কাব্য - ২০৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অন্যায় দেখে তা উপেক্ষা করা
মহানুভবতার পরিচয় নয়।
ববং, অন্যায়কারীকে আরো বড়
অন্যায় করতে প্রশ্রয় দেওয়া হয়।

বুদ্ধি প্রতিবন্ধী; শ্লোক - ২০৮

অন্ধবিশ্বাস মানুষকে
বুদ্ধি প্রতিবন্ধী করে দেয়।
বুঝিতে পারে না সে
সঠিক ভুল ন্যায় অন্যায়।

পাদটীকা: কোন কোন বুদ্ধি প্রতিবন্ধী যেমন তার বুদ্ধি দিয়ে উচিত অনুচিতের তফাৎ করতে পারে না, ভালো মন্দ নির্ণয় করতে পারে না।  অনুরূপ মানুষ যখন বুদ্ধিমত্তাকে বিসর্জন দিয়ে অন্ধ বিশ্বাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সে বুদ্ধি থাকা স্বত্তেও বুদ্ধি প্রতিবন্ধী মতো আচরণ করে।  
আরিফুর রহমান, নরওয়ে।

বুদ্ধি প্রতিবন্ধী; শ্লোক - ২০৮


কর্মা; শ্লোক - ২০৭

পাপী স্বীকার করুক আর
নাই করুক; ভাগ্যের পরিহাসে,
সুদে আসলে কর্ম ফল
পাপীর কাছে ফিরেই আসে।

পাদটীকা: মানুষ ভালো কাজ করলে ভালো ফল ভোগ করে। মানুষ সেটা শিকার করুক আর নাই করুক, মন্দ কাজের ফল সব সময় মন্দই হয়। 
আরিফুর রহমান, নরওয়ে।

কর্মা; শ্লোক - ২০৭


আপেক্ষিকতা; শ্লোক - ২০৬

খবর ও খাবার বাসী হলেই
গুরুত্ব হারায় পর ক্ষণে।
মানুষ সেটা নিয়ে মত্ত থাকে
যা প্রাসঙ্গিক বর্তমানে।

পাদটীকা: মানুষ অতীতকে অবলম্বন করে বর্তমানে বাঁচে, পুরাতন তাল ভুলে নতুন তালে নাচে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: জুলি মোরিরা

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন