মিনি কাব্য - ১৭০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবন হলো একমুখো পথ,
আমরা রথ যাত্রী সবে।
সব যাত্রী চলে যাবে,
যাত্রা শেষে পদধূলী রবে।

শত্রুতা; শ্লোক - ১৬৯

বেশির ভাগ শত্রুতা
বন্ধুত্ব থেকেই হয়।
সম্পর্ক, লেনদেন হোক
বোধ সচেতনতায়।

পাদটীকা: কোন কোন ক্ষেত্রে বন্ধুত্ব এবং শত্রুতা হলো মূদ্রার এপিঠ ওপিঠ, এবং বেশির ভাগ বন্ধুত্বই বিবর্তিত হয় শত্রুতায় রূপ ধারণ করে, তাই বন্ধুত্ব স্থপনে এবং পারষ্পারিক লেনদেন হওয়া উচিত বোধ সচেতনতায়। 
আরিফুর রহমান, নরওয়ে।

শত্রুতা শ্লোক ১৬৯


মিনি কাব্য - ১৬৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ভবিষ্যত পানে চলছি;
আমরা সবাই একমুখী যাত্রী।
গন্তব্যে কেউ আগে পৌছায়
হওয়ার আগে রাত্রী।

মিনি কাব্য - ১৬৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জ্ঞান লাভ করা
ভালো বিষয়।
প্রাপ্ত জ্ঞানের ভুল প্রয়োগ
কখনোই ঠিক নয়।

মিনি কাব্য - ১৬৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সুখ - দুঃখের উপরে
কারো স্বত্বাধিকার নেই।
সময় হলে জীবনে
তাহা আসবে - যাবেই।

মিনি কাব্য - ১৬৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সাদাকে সবাই সাদা দেখে
আমিও দেখি তাই।
সেই কথাটাই প্রকাশ করি
চিত্রে বা কবিতায়।

সময়; শ্লোক - ১৬৪

সময়কে যায় না দেখা
চোখে বা আয়নায়।
তবে সময় যেতে যেতে
অনেক কিছু দেখায়।

পাদটীকা: সময় মূলত অদৃশ্য হলেও সময়ের স্রোত দৃশ্যমান, সময়ের স্রোতে পরিবর্তিত সকল পরিবর্তন, উত্থান এবং পতন দৃশ্যমান।
আরিফুর রহমান, নরওয়ে।

সময়; শ্লোক - ১৬৪


একলা; শ্লোক - ১৬৩

একলা একা পথ চলা
একলা একা হাঁটা।
একলা একা সুখ দুঃখ,
একলা জোয়ার ভাটা।

পাদটীকা: জীবনে কখনো কখনো পরিস্থিতি মোকাবেলা একা করতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সাইমন মিগাজ

মিনি কাব্য - ১৬২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিরকাল থাকবে না কেউ,
মনে রাখবে না কেউ।
কালের ধূলোয় ঢেকে যাবে সব।
ভুলে যাবে সবাই, ভুলে যাবে রব।

শুরু; শ্লোক - ১৬১

বিশাল বড় বট বৃক্ষ,
শুরু ছোট্ট চারা হইতে।
উপরে উঠিতে প্রথম পা
সর্বদা নিচের সিঁড়িতে।

পাদটীকা: পৃথিবীতে কোন কিছুই ছোট নয়। কোন কোন বিষয় আছে যা আদতে ছোট দেখা গেলেও পরিণতিতে একদিন তা বিশাল আকার লাভ করে। ছোট উদ্যোগ একদিন মানুষকে বিশাল স্থানে পৌঁছে দিতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।

শুরু; শ্লোক - - ১৬১


ভালবাসা; শ্লোক - ১৫৭

ভালবাসা
পানির পোঁকা।
ধরতে যাও
দিবে ধোঁকা।

পাদটীকা: ভুল মানুষকে ভালোবাসলে ধোঁকা খাওয়া বা কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।  
আরিফুর রহমান, নরওয়ে।

ভালবাসা; শ্লোক - ১৫৭


মিনি কাব্য - ১৫৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবনের সাথে যুদ্ধ করে
গিয়েছি সম্মুখ পথে তেড়ে।
দূরত্বের কাছে জিতে গিয়েও,
গেলাম তোমার কাছে হেরে।

শিল্পী; শ্লোক - ১৫৪

শিল্পীরা ধনী হয়
মৃত্যুর পরে।
জীবদ্দশায় হতাশায়
কুঁড়ে ঘরে।

পাদটীকা: শিল্পী আপন শিল্পকর্ম বিক্রি করে ধনী বনে গেছেন, বা শিল্পকর্ম বিক্রি করে সুখে জীবন যাপন করেছেন এমন সুখী শিল্পীর দৃষ্টান্ত কোথাও পাইনি। শিল্পী জীবদ্দশায় দুর্বিষহ জীবন যাপন করেছেন, মৃত্যুর পর বিখ্যাত বনে গেছেন আর তার শিল্পকর্ম বিপুল অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে, যা দেখার বা ভোগ করার সৌভাগ্য শিল্পীর কখনো হয়নি, কোন কোন ক্ষেত্রে শিল্পকর্ম বিক্রির বিপুল অর্থ গিয়েছে তৃতীয় পক্ষের পকেটে।
আরিফুর রহমান, নরওয়ে।


শিল্পীর রঙ মাখা হাত

মিনি কাব্য - ১৫২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সত্ত্যিকারের ভালোবাসা
ছাড়তে চায় না হাত,
ঠুনকো ঝড়ো বাতাসে তা
হয় না কুপোকাত।

মিনি কাব্য - ১৫১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যে আসে আপন ইচ্ছায়,
আপন ইচ্ছায় চলে যায়।
তার তরে দুয়ার খুলে দাও;
তাকে ঠেকানো উচিৎ নয়।

মিনি কাব্য - ১৫০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বালিকা তুমি থেমো না
চলতে থাকো আপন পথে,
প্রকাশ করো ভাবনা তোমার
আপন রঙে আপন ঢঙে।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন